E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী গাড়ীতে হামলা, আহত- ৩

২০১৬ মে ২৯ ১৭:৩১:০৯
ত্রিশালে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী গাড়ীতে হামলা, আহত- ৩

ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি :আগামী ৪ঠা জুন ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণার গাড়ীতে হামলা করে ভাংচুর করেছে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকরা। হামলায় গাড়ীর ড্রাইভারসহ আহত হয়েছে ৩ জন।

জানাযায় গত শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেনের কর্মী সমর্থকরা পিকআপ ভ্যান যোগে নির্বাচনী কাজে যাওয়ার পথে ত্রিশাল পোড়াবাড়ী রাস্তার অলহরী দুর্গাপুর এলাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল কদ্দুছের কর্মী সমর্থকরা তাদের রাস্তায় ব্যরিকেট দিয়ে গাড়ীতে হামলা চালিয়ে গাড়ীটি ভাংচুর করে। এসময় পিকআপ ভ্যানের চালক রনি মিয়াসহ স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেনের কর্মী আব্দুল হান্নান ও রবিন আহত হন।

এব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন জুয়েল জানান-গত নির্বাচনে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায় সন্তোষজনক উন্নয়ন করায় এবারের নির্বাচনে ও ভাল হওয়ায় আওয়ামীলীগের প্রার্থী অাব্দুল কদ্দুছসহ তার কর্মী সমর্থকরা নির্বাচনে আমাকে ও আমার কর্মী সমর্থকদের উপর হামলাসহ নানা ভাবে হয়রানী করে চলেছে। এব্যাপারে প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দিয়েছি।

এব্যাপারে ত্রিশাল থানার অফিসার ইনচার্য মনিরুজ্জামান জানান মঠবাড়ী ইউনিয়নে প্রার্থীদের নিয়ে নির্বাচন সংক্রান্ত সভা করে যাওয়ার পর পরই এই ঘটনাটি ঘটেছে। তদন্ত করে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


(এমআরএন/এস/মে২৯,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test