E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে নির্বাচনী সহিংসতায় আহত ১৫, আটক ৩

২০১৬ মে ২৯ ২২:১১:৫৩
হালুয়াঘাটে নির্বাচনী সহিংসতায় আহত ১৫, আটক ৩

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের হালুয়াঘাটে ভুবনকুড়া ইউনিয়নে মাজরাকুড়া শহীদ জিয়া বাজারে বিএনপি সমর্থীত ধানের শীষের নির্বাচনী অফিস ও আওয়ামীলীগের নৌকা প্রতীকের অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, ২৮ মে সন্ধ্যায় মাজরাকুড়া শহীদ জিয়া বাজারে বিএনপি প্রার্থী মোঃ রমজান আলী জহিরের নির্বাচনী অফিস সম্মূখে এক পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আফজাল এইচ খান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হানিফ মোঃ শাকের উল্লাহ সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

পথ সভা চলাকালে বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যে বিএনপির মনোনয়ন বঞ্চিত ব্যাক্তি মোঃ আবুল কালাম আজাদ নৌকা প্রতীকের সমর্থনে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এমন বক্তব্যে আবুল কালাম আজাদের পক্ষের লোকজনসহ নৌকা প্রতীকের সর্মথনকারীরা ধানের শীষের পথ সভায় হামলা করে। বিএনপির শীর্ষ স্থানীয় ব্যাক্তিদের লাঞ্ছিত করে এবং অফিস ঘর ও মোটরসাইকেল ভাংচুর করে।

উভয়পক্ষের পাল্টা পাল্টি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে এবং ৫ জনের অবস্থা আংশকাজনক।

এ বিষয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম.এ. সুরুজ মিয়া সংবাদিকদের জানায়, বিএনপির নেতৃবৃন্দের উস্কানি মূলক বক্তব্যে এ সংঘর্ষের সৃষ্টি হয়। তার অফিসকক্ষে বিএনপি’র কিছু লোকজন নৌকা প্রতীকের সমর্থনে অফিস কার্যালয়ে আলোচনাকালে প্রতিপক্ষ ধানের শীষের লোকজন অর্তকিত হামলা চালায়। এক পর্যায়ে তার অফিস ঘর ভাংচুর সহ ১০/১২ জন সর্মথককে মারধর করে আহত করে।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তিনি। অপরদিকে এ ঘটনায় বিএনপির মনোনীত প্রার্থী মোঃ রমজান আলী জহির জানায়, পথ সভা চলাকালীন সময়ে নৌকা প্রতীকের সর্মথনে বিএনপির মনোনয়ন বঞ্চিত আবুল কালাম আজাদের পক্ষের লোকজন ও নৌকা প্রতিকের সমর্থকরা তার পথ সভা পন্ড করতে অতর্কিত হামলা চালায়। এ সময় ধানের শীষের সর্মথকদের মারপিঠ সহ মোটরসাইকেল ও অফিস ঘর ভাংচুর করে এবং তার পক্ষের অনেক লোকজন আহত হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদনের মাধ্যমে জানিয়েছেন।



(জেসিজি/এস/মে২৯,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test