E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুকে হত্যার পর সবকিছু ওলটপালট হয়েছিল : সেলিম

২০১৪ জুন ০৬ ২০:২২:৫০
বঙ্গবন্ধুকে হত্যার পর সবকিছু ওলটপালট হয়েছিল : সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি : শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশের সবকিছু ওলটপালট হয়ে গিয়েছিল। মানুষের সামাজিক মূল্যবোধ, উন্নয়ন, আইনের শাসন সবই ওলটপালট হয়ে গিয়েছিল।

অবৈধ শাসকেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য এবং ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সবকিছুই ধ্বংস করে দিয়েছিল।’

শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়ায় রাবেয়া আলী গালস স্কুল এন্ড কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘আর কোনো অপশক্তি আর কোনো দিন বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। যে সব কাজ বাকি রয়েছে তা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সব কিছু করা হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত উন্নতির দিকে গিয়েছে। তাই বর্তমান সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এবারের বাজেটে শিক্ষা খাতে গত বারের চেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।’

ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ফজলুল করিম সেলিমের বড় ছেলে শেখ ফজলে ফাহিম সুভাষ, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদুল হক, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা রেশমা আক্তার হাসি প্রমুখ।

এর আগে রাবেয়া আলী গালস স্কুল এন্ড কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ ফজলুল করিম সেলিম এমপি।

(ওএস/এস/জুন ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test