E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ

২০১৬ মে ৩১ ১৬:১৬:৫৭
মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলাদেশ শিক্ষক সমিতির ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণসহ ৩দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ইউএনও’র সিএ মোয়াজ্জেম হোসন।

সংগঠনের সভাপতি সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল হাই খান পাঠানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ মো. মহসীনের সঞ্চালনায় শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের মো. মোখশেদ আলী, মাওলানা ইব্রাহিম, আবু তাহের সিদ্দিক, অগ্রদূত নিকেতনের মাওলানা মো. হেলাল উদ্দিন, মো. রইছ উদ্দিন, সহকারী শিক্ষক নাজমা আরা, সাজেদা আক্তার, আব্দুল গফুর, শাহজাহান আকন্দ, মাহবুবুর রহমান, নজরুল ইসলা,ম সরকার প্রমুখ।

সমাবেশে বক্তরা, বিক্ষিপ্তভাবে স্কুল-কলেজ জাতীয়করণ বন্ধ করে আগামী ২০১৬-১৭ অর্থ বছরের মধ্যে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ, মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের পূর্বে সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের অনুরূপ ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, প্রধান শিক্ষকদের প্রাপ্য স্কেল, সৃষ্ট পদে এমপিও ভুক্তি, চাকুরী মেয়াদ বৃদ্ধি, জাতীয় রাজস্ব বাজে থেকে বিশেষ বরাদ্দ প্রদানপূর্বক অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট হতে প্রাপ্য অর্থ অবসরে যাওয়া শিক্ষক-শিক্ষাকর্মীদের আবেদনের ২/৩মাসের মধ্যে পরিশোধের দাবি জানান।

(এসআইএম/এএস/মে ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test