E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় বিএনপি’র ৩ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

২০১৬ মে ৩১ ২১:৪৫:৩৯
কেন্দুয়ায় বিএনপি’র ৩ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধি :নেত্রকোণার কেন্দুয়ায় পুলিশের উপর হামলার অভিযোগে কেন্দ্রীয় বিএনপি নেতা ও উপজেলা বিএনপি সভাপতি ড. রফিকুল ইসলাম হিলালীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মঙ্গলবার পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এ মামলায় ৮০ জনের নাম উল্লেখ ছাড়াও আরোও দুই/আড়াইশ নেতাকর্মীকে আসামী করা হয়। এদের মধ্যে মিরাশ উদ্দিন নামে বিএনপি’র একজনকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া সোমবার সন্ধ্যায় গ্রেফতারকৃত ১০জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি অভিরঞ্জন দেব জানান, ৩০মে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়ারহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা সদরে বিএনপি নেতাকর্মীরা বেআইনী বিক্ষোভ মিছিল করলে পুলিশ বাধা দেয়। এ সময় ক্ষিপ্ত হয়ে বিএনপি’র লোকজন পুলিশের উপর হামলা করে। এতে ৪জন এসআইসহ ৮ পুলিশ আহত হন। এর প্রেক্ষিতে গতকাল এসআই আবুল খায়ের বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা করেছে। মামলাটির আইও হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই আব্দুল কাদের।



(এমএস/এস/মে ৩১,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test