E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ন্যাশনাল সার্ভিসের আওতায় নিয়োগ প্রদান সম্পন্ন

২০১৬ জুন ০১ ১৬:৫৪:৫৯
আগৈলঝাড়ায় ন্যাশনাল সার্ভিসের আওতায় নিয়োগ প্রদান সম্পন্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “প্রতি ঘরে চাকুরী দেয়া হবে’’- প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুত ন্যাশনাল সার্ভিস প্রকল্প বাস্তবায়নের জন্য শিক্ষিত বেকার যুবক-যুবতীদের অস্থায়ী আত্ম কর্ম সংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় আগৈলঝাড়ায় ২ বছর মেয়াদি ৯শ ৯৯ জন নারী-পুরুষকে তিন মাসের প্রশিক্ষণ শেষে চাকুরীর নিয়োগ পত্র প্রদান করা হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদুল হাসান জানান, চতুর্থ ধাপের এ কর্মসূচি বাস্তবায়নের জন্য উপজেলার ৫টি ইউনিয়ন থেকে ১ হাজার ২শ ২২জন শিক্ষিত বেকার যুবক-যুবতীর আহ্বানের প্রেক্ষিতে ১ হাজার নারী-পুরুষকে প্রশিক্ষণের জন্য বাচাই করা হয়। বাছাই শেষে ১ মার্চ থেকে উপজেলার চারটি ভ্যেনুতে বিভিন্ন মৌলিক বিষয়ে তিন মাসের প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষণ শেষে ৩১ মে তাদের নিয়োগপত্র প্রদান করা হয়।

বিভিন্ন দপ্তরের চাহিদানুযায়ি কৃষি সম্প্রসারণ, সমাজ সেবা অধিদপ্তর , যুব উন্নয়ন, আনসার ও ভিডিপি, সমবায়, প্রাণি সম্পদ, মহিলা বিষয়ক অধিদপ্তর, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, বিভাগীয় বেবী হোম, বিআরডিবি (একটি বাড়ি একটি খামার), বন বিভাগসহ বিভিন্ন দপ্তরে তাদের নিয়োগ প্রদান করা হয়েছে।

মাসুদুল হাসান আরও জানান, চতুর্থ ধাপের দ্বিতীয় কিস্তিতে বুধবার ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রে নতুন করে ২২২জনের মৌলিক প্রশিক্ষন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

(টিবি/এএস/জুন ০১, ২০১৬)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test