E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে ইউপি নিবার্চনে সেনা মোতায়ন দাবি আওয়ামীলীগের

২০১৬ জুন ০১ ২১:৫৪:২০
বান্দরবানে ইউপি নিবার্চনে সেনা মোতায়ন দাবি আওয়ামীলীগের

বান্দরবান প্রতিনিধি :বান্দরবানে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচন আগামী ৪ জুন। বান্দরবান সদরের কুহালং ও আলীকদমের ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী মোতায়নের দাবি জানিয়েছে আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পাশাপাশি তারা জনসংহতি সমিতির সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানান।

বুধবার বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলার নেতৃবৃন্দরা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর আলম। এসময় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, সহ- সভাপতি আবদুর রহিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. ইসলাম বেবী, কুহালং ইউপি’র আওয়ামীলীগ প্রার্থী সানুপ্রু মারমাসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির সন্ত্রাসীরা আওয়ামীলীগের প্রার্থীদের হুমকি-ধমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সেখানে আগামী ১০ জুন পর্যন্ত র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রাখার কথা বলেন নেতৃবৃন্দ। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

এদিকে জনসংহতি সমিতির সন্ত্রাসীদের গ্রেতারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা। জেলা আওয়ামী লীগ কার্যালায় হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রেস ক্লাবের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার কুহালং ইউনিয়নের কিবুক পাড়া এলাকায় দুর্বৃত্তদের হাতে নিহত সুনিল চাকমা আওয়ামী লীগের সমর্থক ছিল বলে নেতৃবৃন্দরা দাবি করে বলেন তাকে জনসংহতি সমিতির সন্ত্রাসীরা হত্যা করেছে।




(এএফবি/এস/জুন০১,২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test