E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে তামাকের অবৈধ বিজ্ঞাপন অপসারণসহ ৫দফা দাবিতে মানববন্ধন

২০১৬ জুন ০১ ২২:০৪:০৪
গৌরীপুরে তামাকের অবৈধ বিজ্ঞাপন অপসারণসহ ৫দফা দাবিতে মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১ জুন) চলচাতুরীর মাধ্যমে ব্যবসায়ীদের প্রলুব্ধ করে তামাক কোম্পানীর তামাক ও তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অবিলম্বে অপসারণ, বাজেটে তামাকজাত পণ্যে ট্যাক্স বৃদ্ধিকরণসহ ৫দফা দাবিতে তামাক বিরোধী সংগঠনগুলো মানববন্ধন করে।

বেশ কিছু তামাক কোম্পানী অধুমপায়ীদের প্রলুব্ধ করতে নানা উপহার সামগ্রী বিতরণ করছে, স্কুল-কলেজের শিক্ষার্থীদের উচ্চহারের বেতন দিয়ে এসব কাজে লেলিয়ে দিচ্ছে, এসব বন্ধে আইনের প্রয়োগের দাবি জানান।

গৌরীপুর সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক স্বজন উপদেষ্টা মো. রইছ উদ্দিনের সভাপতিত্বে স্বজন মো. শামছুজ্জামান আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, সতিশা যুব ও কিশোর সংঘের সভাপতি মো. অলি উল্লাহ, সহসভাপতি আমির হোসেন, বর্ষা ঋণদান সঞ্চয় সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, ব্যবসায়ী সমিতির মো. সিরাজুল ইসলাম, এমসিএ হাতেম আলী মিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব হারুন উর রশিদ, সিঁড়ির অর্থ বিষয়ক সম্পাদক শংকর ঘোষ পিলু, স্ম্যার্ট ভেল্যু কিন্ডার গার্টেনের পরিচালক অশোক কুমার সুমন, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, বিএনসিসি’র ক্যাডেট মো. মামুন মিয়া, প্রিজম ফকির প্রমুখ।

বাংলাদেশ তামাক বিরোধী জোট, ভালুকা ডট কম ও ডাব্লিউবিবি ট্রাস্টের সহযোগিতা স্বজন সমাবেশ ও সতিশা যুব-কিশোর সংঘের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচীতে ১১টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।

(এসআইএম/এস/জুন০১,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test