E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে নির্বাচন অফিসসহ ৫ দপ্তরে তালা ভেঙ্গে তছনছ

২০১৬ জুন ০২ ১৭:১০:১৭
গৌরীপুরে নির্বাচন অফিসসহ ৫ দপ্তরে তালা ভেঙ্গে তছনছ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নির্বাচন কর্মকর্তার সার্ভার স্টেশন, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক, সহকারী শিক্ষা কর্মকর্তা ও জনস্বাস্থ্য উপপ্রকৌশলীর কার্যালয়ে বুধবার (১ জুন) রাতে তালা ভেঙ্গে তছনছ করেছে দুর্বৃত্তরা। সংঘবদ্ধ চক্রটি ৫টি দপ্তরের ১১টি দরজাসহ আলমারী, ড্রয়ারের ৩৮টি তালা ভেঙ্গে তছনছ করে।

ধাপে এ উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল নিয়ে চেয়ারম্যান-মেম্বারদের অভিযোগও রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরে স্টিলের আলমারী ভেঙ্গে মাত্র ১হাজার ৮শ টাকা চুরি হয়েছে। মোটর সাইকেল, কম্পিউটার, ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র থাকার পরেও এসব খোয়া যায়নি। ফলে এ ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

সরজমিনে দেখা যায়, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ৩টি কক্ষের তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে স্টিলের আলমারী, ড্রয়ার ভেঙ্গে যুব ঋণের আদায়কৃত ১হাজার ৮শ টাকা দুর্বুত্তরা নিয়ে গেছে। একইভাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সহকারি শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য উপপ্রকৌশলী ও উপজেলা নির্বাচন অফিসে তালা ভেঙ্গে অফিসিয়াল কাগজপত্র এলোমেলো করে রেখে যায়। উপজেলা নির্বাচন অফিসের সার্ভার স্টেশনে কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রক্ষিত গোডাউনেও প্রবেশ করে।

কোন মালামাল খোয়া যায়নি উল্লেখ করে উপজেলা নির্বাচন কর্মকর্তা এ.কে.এম মোছা জানান, তাদের কোন নিরাপত্তারক্ষী নেই।

উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন জানান, তিনি সকাল ৮টা ৫৫মিনিটে কক্ষের তালা খুলতে এসে দেখেন, দরজার তালা ভাঙ্গা। এ ৫টি দপ্তরে কোন নিরাপত্তা কর্মী ছিল না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, একটি সংঘবদ্ধ চক্র এ কাজ করেছে। কেন করেছে এ নিয়ে তদন্ত চলছে।
(এসআইএম/এস/জুন০২,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test