E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় সংখ্যালঘু পরিবারে হামলা করে সাড়ে ৮লাখ টাকাসহ ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট!

২০১৬ জুন ০২ ১৭:৫৪:৩৫
নওগাঁয় সংখ্যালঘু পরিবারে হামলা করে সাড়ে ৮লাখ টাকাসহ ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট!

নওগাঁ প্রতিনিধি : বুধবার দিনগত গভীর রাতে নওগাঁর মান্দায় সংখ্যালঘু একটি পরিবারে হামলা চালিয়ে সম্পূর্ণ ডাকাতি কায়দায় সাড়ে ৮ লাখ টাকা ও প্রায় ২০ ভরি সোনার গহনা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এসময় গৃহকর্তা জ্যোতিষ চন্দ্র সরকার ও তার স্ত্রী এ্যানি মারান্ডিকে বেদম মারপিট করা হয়। উপজেলার বানিসর গ্রামে হামলা ও লুটপাটের এ ঘটনা ঘটে।

গৃহকর্তা জ্যোতিষ চন্দ্র সরকার জানান, বুধবার রাত ১টা ৩০ মিনিটের দিকে ১৩-১৪ জনের সংঘবদ্ধ একদল সন্ত্রাসী বাড়ির নিচতলার একটি ঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। জানালা ভাঙ্গার শব্দে স্বামী-স্ত্রী নিচতলায় নেমে আসলে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে সন্ত্রাসীরা। পরে তাদের দোতলার শয়নঘরে নিয়ে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে মারপিট করে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।

গৃহকর্তার স্ত্রী এ্যানি মারান্ডি অভিযোগ করে বলেন, পৈত্রিক সুত্রে পাওয়া বিপুল পরিমান (৫শতাধিক বিঘা) সম্পত্তি নিয়ে একটি মহলের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। তার জের ধরে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে তিনি ধারনা করছেন। মারপিটে আহত স্বামী-স্ত্রী স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন এই প্রতিবেককে জানান, সকালেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। তবে গৃহকর্তার দেয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যেই তদন্ত কাজ শুরু করা হয়েছে।


(এসবি/এস/জুন০২,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test