E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তাগাছায় মন্দির ধ্বংসের পথে, জমি বেদখল

২০১৬ জুন ০৩ ১৭:১১:০০
মুক্তাগাছায় মন্দির ধ্বংসের পথে, জমি বেদখল

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহে মুক্তাগাছায় ৪ নম্বর বাঁশাটি ইউনিয়নের জগন্নাথবাড়িতে অবস্থিত দৃষ্টিনন্দন শিব মন্দিরটি অযত্ন আর অবহেলায় ধ্বংসের পথে। পাশাপাশি মন্দিরের দশ একর জমি বেদখল করে রাখার অভিযোগ উঠেছে।

জানা যায়, জগন্নাথ ছিলেন এই অঞ্চলের ক্ষমতাধর ভূস্বামী । তারই নামে অঞ্চলটির নামকরন হয় জগন্নাথবাড়ি। জগন্নাথ স্থানীয় হিন্দু অধিবাসীদের ধর্ম কর্মে মনোযোগী হতে নির্মাণ করেন স্মৃতি বিজড়িত স্বর্ণকুন্ডশোভিত কারুকার্যমন্ডিত মনকাড়া এই শিব মন্দির । ময়মনসিংহ - ফুলবাড়িয়া সড়কের পাশে নির্মিত মন্দিরটিতে আজ নেই পূজা অর্চনার ক্রিয়া কর্ম । বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ইট সুরকি খসে গিয়ে পলেস্তার উঠে যাচ্ছে। মন্দিটিকে বট পাকুড় গাছ আকড়ে ধরেছে । মন্দিরের ভেতর সাপ আর চামবাদুর বাসা বেঁধেছে। ক্রমশ ডেবে যাচ্ছে মাটিতে।

স্থানীয় একজন প্রবীণ জানান, একসময় মন্দিরটি ঢাক ঢোল আর করতালের ঝুনঝুন শব্দে মুখরিত থাকত । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মন্দির প্রতিষ্ঠাতা জগন্নাথের বংশধররা ভারতে চলে যাওয়ায় বন্ধ হতে থাকে মন্দিরের কার্যক্রম । কালক্রমে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে । মন্দিরের জমিতে প্রতিষ্ঠিত পুকুর বেদখল করে মাছ চাষ , রাইস মিল ও মার্কেট স্থাপনের অভিযোগ উঠেছে । প্রত্নতত্ত্ব নিদর্শন মন্দিরটি সংরক্ষণের দাবী এলাকাবাসীর । মন্দির ও জমির ব্যাপারে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন জানান, বিষয়টি আমার নজরে এসেছে । খতিয়ে দেখা হবে ।

(এমডি/এএস/জুন ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test