E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর ৩ উপজেলার ২৭৭ কেন্দ্রে ভোট গ্রহন শনিবার

২০১৬ জুন ০৩ ১৮:৩৭:৫৪
নওগাঁর ৩ উপজেলার ২৭৭ কেন্দ্রে ভোট গ্রহন শনিবার

নওগাঁ প্রতিনিধি : ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬ষ্ঠ দফায় শনিবার নওগাঁ সদর উপজেলাসহ ৩ উপজেলার ৩০টি ইউনিয়নের ২৭৭টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

এগুলো হলো, নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনয়নের ১১১টি কেন্দ্রে, মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নের ৯২টি কেন্দ্রে ও বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নের ৭৪টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। সদর উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫২ জন, সদস্য পদে ৪১৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এসব ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৯৫ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ ৯৭ হাজার ২৯৫ জন ও নারী ভোটার ৯৭ হাজার ৯৮৩ জন। এর মধ্যে ৩৭টি কেন্দ্র ঝুকিপূর্ন হিসেবে প্রশাসন চিহ্নিত করেছে।

মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন, সদস্য পদে ৩০৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। উপজেলার ১৯টি কেন্দ্র ঝুকিপূর্ন বলে চিহ্নিত করেছে প্রশাসন। ২ লাখ ২০ হাজার ৬৫১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১ লাখ ১০ হাজার ৫৫৮ জন পুরুষ এবং ১ লাখ ৯ হাজার ৮৯৩ জন নারী ভোটার।

বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে ৩৩ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ৯৪ জন ও সাধারন সদস্য ২৬৭ জন প্রতিদ্বন্দিতা করছেন। এসব ইউনিয়নে মোট ১ লাখ ৬৪ হাজার ৫৬৮জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৭৭ হাজার ২৪ জন এবং মহিলা ৭৭ হাজার ৫৪৪ জন। ২৮টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে প্রশাসন চিহ্নিত করেছে। সুষ্ঠু, শান্তিপূর্ন ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এবং ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম নিশ্চিত করেছেন।

(বিএম/এএস/জুন ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test