E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে মোবাইল চুরির অভিযোগে এক শিশুকে বেঁধে অমানবিক নির্যাতন

২০১৬ জুন ০৪ ১৫:৪৪:৫৪
সুবর্ণচরে মোবাইল চুরির অভিযোগে এক শিশুকে বেঁধে অমানবিক নির্যাতন

নোয়াখালী প্রতিনিধি : মোবাইল চুরির অভিযোগে মোঃ রুবেল (১৪) এক শিশুকে পোল্টির্ফামে বেঁধে রেখে অমানবিক নির্যাতন চালাই স্থানীয় এক প্রভাবশালী ও তার লোক জন, হাসপাতাল সূত্রে জানা যায়, শরীরের বিভিন্ন জায়গায় থেতলে যাওয়ায় তার অবস্থা আশংকাজনক, ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী আসমীদের গ্রেপ্তার না করায় চরজব্বর থানার পুলিশের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ, ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়নের চরক্লার্ক গ্রামে।

খবর পেয়ে রুবেলকে উদ্ধার করে চরজব্বর থানার এস,আই মোজাম্মেল, সরজমিনে গিয়ে জানা যায়, শুক্রবার গভীর রাতে একই গ্রামের মৃত আবদুল বাসেত এর পুত্র রুবেল (১৪), একই গ্রামের অবস্থিত গোলাম আজম ওরফে আজীম মিয়ার মালিকানাধীন মৎস উৎপাদন ও প্রজনন কেন্দ্র নামক মাছের প্রজেক্টে দায়িত্বরত মোঃ সোহেল, নুর আলম, মোঃ রহিমের ৩টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। সকালে খোজাখুজি করে মোবাইল না পেয়ে মোবাইলে কল করে জানতে পারে রুবেল তাদের কাছে মোবাইল গুলি বিক্রয় করে।

তারই সূত্র ধরে রুবেলকে উপরোক্ত ৩ অভিযুক্ত প্রজেক্টের পিলারের সাথে বেঁধে লোহার রড, বাঁশের লাঠি দিয়ে ৩ ঘন্টা পর্যন্ত অমানবিক ভাবে পিটিয়ে নির্যাতন করে অজ্ঞান করে রাখে, তার শোর চিৎকারের এলাকাবাসী উদ্ধার করতে এলে সবাইকে ধাক্কা দিয়ে বের করে দেন এবং রুবেলকে প্রকাশ্য হত্যার হুমকি দেন। এলাবাসী জানান, প্রজেক্টের মালিক আজিম মিয়া একজন প্রভাবশালী ভূমিদস্যু ও নারী পাচারকারী, তিনি ঐ এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করেন যা দেখে গ্রামবাসী আতংকে থাকে।

এই ব্যাপারে তার কাছে রিভালবার কেন জানতে চাইলে তিনি জানান তার রিভালবারটি লাইসেন্সকৃত। তবে তিনি তার লাইসেন্স এর কাগজপত্র দেখাতে আগ্রহী নন। নাম প্রকাশে অনিচ্ছুক ককে নারী জানান মৎস্য খামারের নামে খাস জমি ও ভূমিহীনদের জায়গাসহ প্রায় ৪৪ একর জমি আজিম মিয়া জোর করে দখল করে রেখেছেন।

চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিনের সাথে আলাপ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি, অভিযোগ করা হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে রুবেল হোসেন চরজব্বর স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। ঘটনা জড়িতদের দ্রুত গেপ্তার ও উপযুক্ত বিচারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয়রা।

(এমআইইউএস/এএস/জুন ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test