E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে প্রবাসী অধ্যাপক আলী রীয়াজ এর ‘‘জলসিঁড়ি পাঠাগার’’ পরিদর্শন

২০১৬ জুন ০৪ ১৮:০০:৪২
দুর্গাপুরে প্রবাসী অধ্যাপক আলী রীয়াজ এর ‘‘জলসিঁড়ি পাঠাগার’’ পরিদর্শন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুর উপজেলার গাভীনা গ্রামে জলসিঁড়ি পাঠাগার পরিদর্শন করলেন প্রবাসী অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার ১১টায় জলসিঁড়ি পাঠাগার কার্যালয়ে পরিদর্শনকালে এডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটি‘র রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান আলী রীয়াজ।

পরিদর্শন কালে তিনি বলেন আধুনিক ডিজিটাল যুগে নিভৃত পল্লীতে ভবিষ্যত প্রজন্মের উন্নতির কথা চিন্তা করে পাঠাগার প্রতিষ্ঠাতা দীপক সরকারের সময়পোযোগী পদক্ষেপ হচ্ছে একটি বড় কাজ। শুধু তাই নয় একটি পাঠাগার মানুষকে সহিষ্ণুতা শেখায় এবং আমি কি জানি না তা জনতে সহায়তা করে।

এ সময় অন্যদের মধ্যে আলোচনা অংশ নেন সংস্কৃতি কর্মী নিশাত সাদিয়া খাঁন, এস এম সানাউল হাফিজ জামরুল, ক্ষুদ্র ণৃ গোষ্ঠির সাংস্কৃতিক কর্মকর্তা সুলোচনা সাংমা, কবি লোকান্ত শাওন, সাংবাদিক নিতাই সাহা, এন.সি সরকার ,জামাল তালুকদার। উপস্থিত ছিল এলাকার অভিভাবক ও পাঠাগারের পাঠক ছাত্র/ছাত্রী সহ পাঠকবৃন্দ। আলোচনা শেষে দিলীপ কুমার ঘোষ এর নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

(এনএস/এএস/জুন ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test