E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর মান্দায় নৌকার পরাজিত প্রার্থী সন্ত্রাসী হামলার শিকার

২০১৬ জুন ০৬ ১৮:৪১:৪৭
নওগাঁর মান্দায় নৌকার পরাজিত প্রার্থী সন্ত্রাসী হামলার শিকার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মাহফুজুর রহমান উজ্জল (৪৫) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

রবিবার সন্ধ্যার দিকে মান্দা ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় তিনি এ হামলার শিকার হন। একই ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি তানজিমুল হকের ক্যাডার বাহিনী অতর্কিত এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে। আহত উজ্জলকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত ২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার পরানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি তানজিমুল হক জামায়াত সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট করায় স্থানীয় আওয়ামীলীগ কর্মিদের হাতে তিনি গণধোলাইয়ের শিকার হন। এ ঘটনায় শুক্রবার (৩ জুন) রাতে তানজিমুলের স্ত্রী উম্মে কুলসুম মুগ্ধা বাদি হয়ে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মাজফুজুর রহমান উজ্জল ও তার বাবা সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহারুল আনোয়ার, প্রতিবন্ধি ভাইসহ ১০ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামালা দায়ের করেন।

হাসপাতালে চিকিৎসাধীন উজ্জল জানান, রবিবার নওগাঁর আদালত থেকে ওই মামলায় জামিন নিয়ে তিনি নিজ এলাকায় ফিরছিলেন। মান্দা ফেরিঘাটে বাস থেকে নামার পরপরই গনেশপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের নেতৃত্বে একদল যুবক লাঠি-সোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। এতে তিনি গুরুতর জখম হন।

তিনি অভিযোগ করেন, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তানজিমুল হক আওয়ামীলীগের মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে ক্ষোভে ফেটে পড়েন। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করলে মনোনয়ন বঞ্চিত তানজিমুল অনুসারী ও ক্যাডার বাহিনী নিয়ে বিরোধীতা শুরু করেন। তাদের বিভিন্ন দাবি-দাওয়া পুরন করা হলেও দলীয় সিদ্ধান্তের বাইরে জামায়াত সমর্থিত প্রার্থী ইলিয়াস খানের (চশমা প্রতীক) পক্ষে প্রচারণা চালান। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাছির উদ্দিনের সঙ্গে হাত মিলিয়ে চশমা প্রতীকের ভোটও কেনেন আওয়ামীলীগনেতা তানজিমুল হক। এনিয়ে গত ২ জুন রাতে গোপালপুর বাজারে তার ক্ষুব্ধ সমর্থকরা তানজিমুলকে গণধোলাই দেয়। তবে, ওই সময় কে বা কারা তার ব্যবহৃত মোটরসাইকেলটি জ্বালিয়ে দেয় বিষয়টি তিনি অবহিত নন বলে দাবি করেন নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান উজ্জল।

জামায়াত সংশ্লিষ্টতার বিষয়ে জানতে তানজিমুল হকের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে তানজিমুলের স্ত্রী মারপিট মামলার বাদি উম্মে কুলসুম মুগ্ধা বলেন, স্বামীকে নিয়ে রামেক হাসপাতালে অবস্থান করছি। নৌকা প্রতীকের প্রার্থী উজ্জলকে মারপিটের বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন।


(বিএম/এএস/জুন ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test