E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ পুলিশ লাইন্সে পুলিশ হেয়ার ড্রেসার ও কেন্টিনের উদ্বোধন

২০১৬ জুন ০৬ ১৮:৪৪:৫৯
নওগাঁ পুলিশ লাইন্সে পুলিশ হেয়ার ড্রেসার ও কেন্টিনের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : সোমবার সকাল ১০টায় নওগাঁ পুলিশ লাইন্সে উত্তরবঙ্গের পুলিশ ইউনিটের মধ্যে সর্ববৃহৎ শীতাতপ নিয়ন্ত্রিত ও দৃষ্টিনন্দন পুলিশ হেয়ার ড্রেসার এবং পুলিশ কেন্টিন উদ্বোধন করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম  এর উদ্বোধন করেন।

সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের “মাসিক কল্যাণ সভার” শুরুতেই পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যার প্রতিবাদে এবং তাঁর আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে শোক প্রকাশ করা হয়। পুলিশ সুপার মোজাম্মের হক বিপিএম, পিপিএমের সভাপতিত্বে কল্যাণ সভায় জেলা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল অফিসার ও ফোর্সদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও সংযোগ সড়কে পণ্যবাহী ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যানসহ অন্যান্য যানবাহন থামিয়ে তল্লাশীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেন এসপি।

তিনি বলেন, যদি কোন পণ্যবাহী যানবাহন সন্দেহ হয় তখন সহকারী পুলিশ সুপার হতে উর্দ্ধতন কর্মকর্তার উপস্থিতিতে অনগার্ড পজিশনে থেকে তল্লাশী কার্যক্রম পরিচালনা করতে হবে। এ সংক্রান্তে কোন পুলিশ সদস্য অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তবে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থাসহ ফৌজদারি মামলা রুজু করা হবে।

তিনি মাদক ও জঙ্গিবাদ বিরোধী অভিযানে জিরো টলারেন্স বা আপোষহীন নীতি ঘোষণা করেন। মাদক ও জঙ্গিবাদ বিরোধী অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করার জন্য জেলার সকল পুলিশ সদস্যকে উদ্বুদ্ধ করেন।

এসময় নওগাঁ জেলার কর্মরত জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন, নওগাঁ, সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মোহসিন, সহকারী পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ সামিউল আলম নিষ্ঠার সঙ্গে ৪ বছর পেশাদারি দায়িত্ব সু-সম্পন্ন করায় পুলিশ সুপার তাদের সিনিয়রিটি র‌্যাংকব্যাচ পড়িয়ে দেন।

(বিএম/এএস/জুন ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test