E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তাগাছায় ঝুঁকিপূর্ণ জমিদার বাড়ি

২০১৬ জুন ০৭ ১৩:০৯:৩৪
মুক্তাগাছায় ঝুঁকিপূর্ণ জমিদার বাড়ি

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা শহরে অবস্থিত ছোটহিস্যার পরিত্যক্ত জমিদার বাড়িটি যথাযথ সংস্কার আর সংরক্ষণের আজ ধ্বংসের পথে ।

অপরদিকে, এই বাড়িতে অবৈধভাবে বেদখল করে ঝুঁকিপূর্ণভাবে বসবাস কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরে। জানা যায়, মুক্তাগাছার ১৬ জন জমিদারের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর বড় ছেলে রামরামের ছোট ছেলে কৃষ্ণচন্দ্রের এই বাড়িটি ছোটহিস্যার জমিদার বাড়ি নামে খ্যাত আজ মুক্তাগাছায় জমিদারী নেই। আছে জমিদার বাড়ি। ২৩০ বছরের জমিদারীর ইতি ঘটেছে ১৯৫১ সালে। মুক্তাগাছায় ছিলো ১৬ টি জমিদার বাড়ি। এই ১৬ টি বাড়ির মধ্যে ১টি বাড়ি সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ সংরক্ষণ করছে ।

অপর বাড়িগুলির মধ্যে সরকারি প্রতিষ্ঠান সাব রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, সরকারি কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্প, বেসরকারিভাবে নগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়, নবারুন বিদ্যা নিকেতন, মুকুল নিকেতন নামের শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধা সংসদ গড়ে উঠেছে। ১৬ টি জমিদার বাড়ির মধ্যে প্রত্নতত্ব বিভাগের সংরক্ষিত আট আনির জমিদার বাড়ি সংলগ্ন ছোটহিস্যার জমিদার বাড়িটি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে ।

এই বাড়িটি বর্তমানে বেদখল করে রেখেছে একটি প্রভাবশালী মহল। বেদখলী বাড়িটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বসবাসের জন্য সম্পূর্ন অনুপযোগী । বাড়িটির এক পাশের ছাঁদ ধ্বসে পড়েছে বহু আগেই। অপর অংশে বেদখল করে কয়েকটি পরিবার অনেকদিন ধরে বসবাস করে আসছে। এই ঝুঁকিপূর্ণ বাড়িতে অবৈধ বসবাসের কারণে যে কোন মুহুর্তে জান মালের ক্ষতি হতে পারে বলে স্থানীয় বাসিন্দারা আশংকা প্রকাশ করেছেন । এলাকাবাসী অবৈধ দখলদার উচ্ছেদপূর্বক বাড়িটির সংস্কার ও সংরক্ষণের দাবি জানান ।

(এমডি/এএস/জুন ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test