E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় শিশুবান্ধব কেন্দ্র চালু

২০১৬ জুন ০৭ ১৩:৪১:১৬
পাথরঘাটায় শিশুবান্ধব কেন্দ্র চালু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : সুবিধাবঞ্চিত শিশুদের বিকাশ নিশ্চিতকরণ, কিশোর-কিশোরীদের বয়সন্ধিকাল বিষয়ক পরামর্শ ও সেবা প্রদান ও শিশু সুরক্ষা বিষয়ে স্থানীয় জনগোষ্ঠিকে সংবেদনশীল ও দায়িত্বশীল করার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় শিশুবান্ধব কেন্দ্র চালু হয়েছে। সোমবার  বেলা সাড়ে ১০টার দিকে শিশুবান্ধব কেন্দ্র উদ্বোধন করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ইউনিসেফের সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা সংকল্প ট্রাষ্ট এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য আকলিমা বেগমের সভাপত্বিত্বে প্রধান অতিথি ছিলেন সদর পাথরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিশেষ অতিথি ছিলেন সংকল্প ট্রাষ্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, পরিচালক (মনিটরিং) মো. মুনিরুল ইসলাম ও পরিচালক (প্রকল্প) মনিরুজ্জামান হিরু।

প্রধান অতিথি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, ঘূর্ণিঝড় সিডর ও আইলা দুর্গত এলাকায় এখনো অনেক শিশু শিক্ষা বঞ্চিত এবং শিক্ষা থেকে ক্রমান্বয়ে ঝরে পড়ছে। এই ঝড়েপড়া শিশুদের নিয়ে শিশুবান্ধব কেন্দ্র চালু করার ফলে ঝরে পড়া শিশুর সংখ্যা অনেক কমে আসবে। এ জন্য প্রথমে শিশুর অভিভাবক বিশেষ করে মায়েদের সচেতন হতে হবে।

সংকল্প ট্রাষ্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ বলেন, প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশু, বিদ্যালয় থেকে ঝড়ে পড়া, ঝূঁকিপুর্ণ শ্রমে নিয়োজিত, দsর্যোগ কিংবা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার শিশু, গৃহহীণ বা পথশিশু ও মাতৃ-পিতৃহীন, পরিত্যাক্ত, নাম পরিচয়হীন বা দাবিদারহীন শিশুদের খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে মুল ধারার শিক্ষার দিকে সম্পৃক্ত করার জন্যই এ শিশুবান্ধবক কেন্দ্র চালু করা হয়েছে। এছাড়াও ওই কেন্দ্রে ১৪ বছরের উর্দ্ধে ১৮ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের বয়সন্ধিকাল বিষয়ও পরামর্শ ও সেবা প্রদান করা হবে।

(এমএসআইকে/এএস/জুন ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test