E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে বিএনপি জামায়াতের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন

২০১৬ জুন ০৮ ১৪:১৮:১৫
বরিশালে বিএনপি জামায়াতের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ২০১৩ সালের ১৭ ডিসেম্বর বিএনপি-জামায়াতের ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলাকালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বরিশালে বিএনপি ও জামায়াতের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক অমিত কুমার দে এ অভিযোগ গঠন করেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সড়ক অবরোধ করে ট্রাকে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে রয়েছেন, বিএনপি নেতা কাজী গোলাম সরোয়ার তোতা, সৈয়দ মোফাজ্জেল হোসেন, রফিকুল ইসলাম খান, আনিচুর রহমান ওরফে নিতাই আনিচ, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, হুমায়ুন কবির তালুকদার, রাকিব, সেলিম তালুকদার, কাজী জাকির হোসেন, সানাউল্লাহ চৌধুরী, সজল, মো. সোহেল, কাউন্সিলর কাজী মনিরুল ইসলাম শহীদ, জুবায়ের, মনু, শহীদুল ইসলাম বালী, কাজী মো. সাইফুল, ছাত্রদল জেলা শাখার আহ্বায়ক মাসুদ হাসান মামুন, জিয়াউল হাসান জুয়েল, ইমরান হোসেন, দেলোয়ার হোসেন, রাসেল সরকার, শহীদুল, রফিকুল, আবুল বাশার, নজরুল, আবুল বাশার-(২), রাজ্জাক, কাওসার, আনোয়ার, আবুল বাসার (৩), তসলিম বদর, জহির, বারেক ও হান্নান মৃধাসহ ৩৮ জন। ২০১৩ সালের ১৭ ডিসেম্বর বিএনপি-জামায়াতের ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলাকালে গভীর রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি কওে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় ১৮ ডিসেম্বর এয়ারপোর্ট থানার এসআই মো. নুরুল আলম তালুকদার বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ আরো ১২ জনকে আসামি করে মামলা করেন।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর এসআই সুলতান আহম্মেদ ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। ওই মামলায় চার্জ গঠন করা হয়।

(টিবি/এএস/জুন ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test