E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০ এনজিও পেল ভিক্ষুক ও পাগলদের পুণর্বাসনের তালিকা প্রণয়নের কাজ

২০১৬ জুন ০৯ ১৬:০৬:২৩
১০ এনজিও পেল ভিক্ষুক ও পাগলদের পুণর্বাসনের তালিকা প্রণয়নের কাজ

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):সমাজের ভিক্ষুক ও পাগলদের পুণর্বাসন করতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এলাকার ভিক্ষুক ও পাগলদের তালিকা প্রণয়নের জন্য  বৃহস্পতিবার সকালে ১০টি এনজিও প্রতিনিধিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে তার অফিস কক্ষে সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, এনজিও পরিচারখ কাজল দাসগুপ্ত, সাইফুল ইসলাম লিটন, এনজিও প্রতিনিধি কমল কৃষ্ণ আইচসহ বিভিন্ন এনজিও প্রধান ও তাদের প্রতিনিধিরা।

সভায় উপজেলার ৫টি ইউনিয়নের ভিক্ষুক ও পাগলদের তালিকা প্রণয়নের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তালিকা প্রস্তুতের পর সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাদের পুনর্বাসন কেন্দ্রে নিয়ে পুনর্বাসিত করা হবে বলেও জানানো হয়। সভায় ভিক্ষুও ও পাগলদের তালিকা প্রণয়নের জন্য আলোশিখ রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্র, হোমল্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন, দি হাঙ্গার প্রজেক্ট, দি চার্জ অফ বাংলাদেশ সোসাল ডেভলপমেন্ট প্রোগাম, ব্র্যাক, আশা, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, ব্যুরো বাংলাদেশ, কমিউিনিটি হেলথ কেয়ার প্রজেক্ট (সিইসসিপি) ও প্রশিকা এনজিওকে দ্বায়িত্ব প্রদান করা হয়।


(টিবি/এস/জুন ০৯,২০১৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test