E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় টিসিবির পণ্যযসামগ্রী সরবরাহ বন্ধ

২০১৬ জুন ০৯ ১৮:৩৬:০০
নওগাঁয় টিসিবির পণ্যযসামগ্রী সরবরাহ বন্ধ

নওগাঁ প্রতিনিধি : পবিত্র রমজানের শুরুতেই নওগাঁ শহরে হঠাৎ করেই টিসিবির পণ্যসামগ্রী সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। গত ৩০ মে ও ৬ জুন দু’দফায় মালামাল সরবরাহের পর বুধবার থেকে এই মালামাল সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এতে করে শহরের ক্রেতা সাধারন পবিত্র এই রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যসামগ্রী বিশেষ করে ছোলা, চিনি, ডাল ও সয়াবিন তেল বাজার থেকে বিশী দামে কিনতে গিয়ে  হিমশিম খাচ্ছে।

শহরের দু’টি ট্রাকসেলসহ ৮জন ডিলারের দোকানে হঠাৎ করেই এসব সামগ্রী সরবরাহ বন্ধ করে দেয়ায় ক্রেতাদের রোষানলে পড়েছে শহরের এসব ডিলাররা। সাধারন মানুষের চাহিদার মুখে সরবরাহ বন্ধ করে দেয়ায় শুধু ডিলার নয়, সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তারাও পড়েছেন বিপাকে।

জানা গেছে, রমজানের শুরুতেই নওগাঁ শহরে দু’টি ভ্রাম্যমান ট্রাকে এবং ৮ ডিলারের ঘরে টিসিবির মালামাল বিশেষ করে চিনি, ছোলা, সয়াবিন তেল ও মসুর ডাল ন্যায্য মূল্যে সরবরাহ শুরু করা হয়। এতে চিনি ৪৮ টাকা কেজি, ছোলা ৭০ টাকা কেজি, সয়াবিন তেল ৮০ টাকা লিটার ও মসুর ডাল ৮৯.৯৫টাকা কেজি দরে বিক্রি শুরু করা হয়। কিন্তু হঠাৎ করেই সরকারীভাবে টিসিবির পণ্য সরবরাহ বন্ধ করে দেয়ায় নওগাঁয় বর্তমান খোলা বাজারে চিনি ৬০টাকা কেজি, সয়াবিন তেল ৯০ টাকা লিটার, মসুর ডাল ১২০টাকা কেজি ও ছোলা ৯০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। ভোক্তাদের মতে, টিসিবির পণ্য সরবরাহ বন্ধের এবং বাজার মূল্য বৃদ্ধির বিষয়টি ব্যবসায়ী সিন্ডিকেটের প্রভাব বলে মনে করছেন তারা।
বৃহস্পতিবার এব্যাপারে টিসিবি রাজশাহীর উপ-উর্ধতন কার্য নির্বাহী, অফিস প্রধান মোঃ আনিছুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে, তিনি বুধবার থেকে সরকারী সিদ্ধান্তে টিসিবি পণ্য
সরবরাহ ও বিক্রি বন্ধ ঘোষনা করার কথা নিশ্চিত করেন।

(বিএম/এস/জুন ০৯,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test