E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃষ্টির অভাবে সাপাহারে আউশ চাষাবাদ হুমকির মুখে

২০১৬ জুন ১০ ১৬:৫৬:৫০
বৃষ্টির অভাবে সাপাহারে আউশ চাষাবাদ হুমকির মুখে

নওগাঁ প্রতিনিধি : বর্ষাকাল আগত প্রায়। নওগাঁর ঠা-ঠা বরেন্দ্র অঞ্চল খ্যাত জেলার সাপাহারে প্রচন্ড খরায় মাঠ ঘাট শুকিয়ে গেছে। এখনও বড় ধরনের কোন বৃষ্টিপাত না হওয়ায় এখন পর্যন্ত এলাকার কৃষকরা তাদের জমিতে আউশ ধান চাষ করতে পারেনি। ফলে তারা বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছে। বর্তমানে সাপাহার উপজেলার সর্বত্রই বৃষ্টির অভাবে আউশ চাষাবাদ হুমকির মুখে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে এলাকার কৃষকরা আউশ চাষের জন্য তাদের জমিগুলোতে হালচাষ করে চারা রোপন বা বীজ বপনের জন্য প্রস্তুত করে রেখেছে। কিন্তু ভারি কোন বৃষ্টিপাত না হওয়ায় এখনও তারা মাঠে আউশ ধান রোপন বা বীজ বপন করতে পারেনি। আর কয়েক দিন পরেই বর্ষাকাল শুরু হবে। গ্রীষ্মকালের রোপিত আউশের ফলনের চেয়ে বর্ষা কালে রোপিত আউশের ফলন অনেকাংশেই হ্রাস পাবে বলে কৃষকদের মধ্যে অনেকেই জানিয়েছেন।

ইতোমধ্যেই মে মাসে সরকারিভাবে কৃষকদের আউশ চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে উপজেলায় প্রায় ৫শ’ কৃষককে উফশী জাতের আউশ ও নেরীকা জাতের আউশ চাষাবাদের জন্য বিনামূল্যে বীজ, সার, সেচ সহায়তার ও নিড়ানী বাবদ অর্থ প্রদান করা হয়েছে। ভারী কোন বৃষ্টিপাত না হওয়ায় তারাও সরকারীভাবে পাওয়া তাদের বীজ, সার নিয়ে বিপাকে পড়েছেন।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র জানায়, উপজেলায় প্রতি বছর প্রায় ৩০হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের আউশ চাষাবাদ হয়। সেখানে প্রায় ৭০-৮০মেঃটন আউশ ধান উৎপন্ন হয়ে থাকে। কিন্তু সময় মত বৃষ্টি না হলে এই উপজেলা থেকে বিশাল অংকের খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে উপজেলার অসংখ্য কৃষক বিপুল পরিমান ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে।

(বিএম/এএস/জুন ১০, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test