E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে ইমাম নিয়োগ নিয়ে বসতবাড়িতে হামলা, লুটপাট

২০১৬ জুন ১০ ১৯:০৫:০১
রাণীনগরে ইমাম নিয়োগ নিয়ে বসতবাড়িতে হামলা, লুটপাট

নওগাঁ প্রতিনিধি :নওগাঁর রাণীনগরে মসজিদের হিসাব-নিকাশ ও ইমাম নিয়োগকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা চালিয়ে নারী-পুরুষদের বেধড়ক মারপিট, বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এঘটনায় ভেবরাগাড়ী গ্রামের সমাজপতি বাচ্চু, কালু, আনার, আব্দুল মান্নানসহ রাণীনগর থানায় ১১ জনকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ আকরাম হোসেন নামে একজনকে গ্রেফতার করে। কিন্তু পুলিশ আসামী ধরে থানায় আসতে না আসতে ক্ষতিগ্রস্ত ওই পরিবারের লোকজনের ওপর ফের হামলা চালায় আসামীরা। মারপিটে গুরুতর আহত গৃহবধু মোর্শেদা বিবিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার একডালা ইউপি’র বামাপুর ভেবড়াগাড়ী গ্রামের মসজিদের ইমাম নিয়োগ ও বিদ্যুৎ বিলের হিসাব-নিকাশ নিয়ে ওই গ্রামের বছির প্রামানিকের ছেলে বেলালের সঙ্গে প্রভাবশালী সমাজপতি মোঃ বাচ্চু, মোঃ আনার উদ্দিনসহ ১৫/২০জনের গত ছয় মাস পূর্বে বাকবিতন্ডা হয়। এর জের ধরে বেলাল ও তার পরিবারের লোকজনকে সমাজের সকল কর্মকান্ড থেকে দূরে থাকতে বাধ্য করে সমাজপতিরা। এমনকি ওই পরিবারের সকল সদস্যদের মসজিদে নামাজ পড়া নিষেধসহ চলাচলের পথ বেড়া দিয়ে বন্ধ করে দেয়।

ঘটনার জের ধরে বুধবার রাতে বেলালের ছেলে আব্দুল হাকিম মসজিদে তারাবি নামাজ পরার জন্য গেলে আসামীরা তাকে মারপিটের এক পর্যায়ে সংঘবদ্ধ হয়ে ওই রাতেই বেলাল ও তার ভাই জলিলের বাড়িতে হামলা চালিয়ে নারী পুরুষ সবাইকে বেধরক মারপিট করে ভাংচুর চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ ৩৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বেলাল-জলিলের পরিবারের গৃহপালিত পশু গরু মহিষকে প্রায় দুই দিন ধরে খাবার দিতেও আসামীরা বাধা দিয়ে আসছে বলেও অভিযোগ করা হয়।

এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান জানান, ওই মামলার আসামী আকরাম হোসেনকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।


(বিএম/এস/জুন ১০,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test