E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামনগরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

২০১৬ জুন ১০ ২০:০৭:৩৯
শ্যামনগরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আইলা দুর্গত পদ্মপুকুর ইউনিয়নবাসী।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে ভাঙ্গন কবলিত বেড়িবাঁধের উপর স্থানীয় একতা যুব সংঘ ও ইউনিয়ন পরিষদ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচি চলাকালে একতা যুব সংঘের সভাপতি উত্তর কুমার মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আতাউর রহমান, ইউপি সদস্য আব্দুর গফুর, ইউপি সদস্য আজিজুল ইসলাম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, প্রধান শিক্ষক পুলিন চন্দ্র মন্ডল, শিক্ষক অসীম কুমার মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, জাকির হোসেন, কাজী মিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, আইলার পর সাত বছর অতিবাহিত হয়েছে। কিন্তু উপকূলবাসীকে রক্ষায় আজও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে কোন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। এতে উপকূলবাসী প্রতিনিয়ত হুমকির মুখে জীবনযাপন করছে। আইলা দুর্গত দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের কামালকাটি, ঝাপা, পাতাখালী, বন্যতলা গ্রামের কয়েক কিলোমিটার এলাকার বেড়িবাধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বাধ ভেঙে প্লাবিত হলে পদ্মপুকুর ইউনিয়নের ৭ হাজার পরিবার ভেসে যাবে। ম্লান হয়ে যাবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। অকেজো হয়ে পড়বে হাজার হাজার কোটি টাকার সরকারি অবকাঠামো।

বক্তারা বলেন, এখন জিআই বালু ভর্তি বস্তা ফেলে ডামপিং করে বেড়িবাধ সংস্কার করা হলে ২০/৩০ লক্ষ টাকা খরচ হবে। কিন্তু ভেঙে প্লাবিত হলে বাধ সংস্কার করতে সরকারের কোটি কোটি টাকা খরচ হবে। বক্তারা অবিলম্বে বাধ সংস্কারের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

(আরকে/পি/জুন ১০, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test