E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শনিবার থেকে ব্যবসায়ী সংগঠন সহ সকল ক্ষেত্রে সক্রিয় হবেন সেলিম ওসমান

২০১৬ জুন ১১ ০৯:৫৭:১৪
শনিবার থেকে ব্যবসায়ী সংগঠন সহ সকল ক্ষেত্রে সক্রিয় হবেন সেলিম ওসমান


নারায়নগন্জ প্রতিনিধি:আগামীকাল ১১ জুন থেকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) সংসদ সদস্য সেলিম ওসমান। গত প্রায় এক মাসে তিনি সকল কর্মকান্ড থেকে নিজেকে বিরত রাখার কারনে যে সকল উন্নয়ন কার্যক্রম স্তম্ভিত হয়ে রয়েছে আগামী ১৫ থেকে ২০ জুনের মধ্যে সেই সকল কার্যক্রম পুনরায় সক্রিয় করে তিনি শারিরীক চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাবেন। এই সময়টুকুতে তিনি জম জমের পবিত্র পানি পান করেই ওষুধের কাজ চালাবেন।


পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ঘটনায় উচ্চ আদালতে ৯ জুন রুলের শুনানির পর সাংবাদিকেরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে ১৯ মে নারায়ণগঞ্জ ক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা দিয়ে ছিলেন পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তিনি সংসদে যোগদান করবেন না। সেই সাথে তিনি বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এবং এফসিসিআই এর চেয়ারে তিনি বসবেন না। এ ঘটনায় ৯ জুন উচ্চ আদালত জেলা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৭ আগস্ট শুনানীর দিন ধার্য করেন। সেই ৪ আগস্টের মধ্যে পুলিশকে তাদের বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এ প্রসঙ্গে সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, আমি শুরু থেকেই বলছি আমি আইনের প্রতি শ্রদ্ধা। কিন্তু জনগন আমাকে তাদের পবিত্র ভোটের মাধ্যমে তাদের সেবা করার জন্য নির্বাচিত করেছেন। আমি সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংসদে যোগদান করবো না বলে ঘোষণা দিয়েছি। সেই সাথে আমি ব্যবসায়ী সংগঠন গুলোর চেয়ারে বসবো না বলেও ঘোষণা দিয়ে ছিলাম। কিন্তু আমি কোন জায়গা থেকে অব্যাহতি নেই নি। আদালত আগামী শুনানীর জন্য ২ মাসের দীর্ঘ সময় দিয়েছেন। আইনগত পুরো প্রক্রিয়াটি কবে শেষ হবে, বা কে এখানে অপরাধী হবেন কাকে শাস্তি ভোগ করতে হবে তা এখন স্পষ্ট হয়নি এবং বিষয়টি কবে নিষ্পত্তি হবে তার কোন নিশ্চয়তা নেই। যেহেতু আমি জনগনের প্রতিনিধিত্ব করি এবং সরকার থেকে আমি সম্মানি প্রদান করা হয়। এলাকার অসংখ্য সাধারণ মানুষ আমাকে ফোন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার সাপোর্টাস ফোরামের ইনবক্সে এসএমএস করে বিভিন্ন সমস্যার কথা জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানাচ্ছেন। তাই আগামী দুই মাস যদি আমি দায়িত্ব পালন থেকে বিরত থাকি তাহলে জনগনের পবিত্র ভোটের অমূল্যায়ন করা হবে বলে আমি মনে করি। এছাড়াও নীট গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ থেকে আমাকে দ্রুত পুনরায় দায়িত্ব গ্রহনের জন্য লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন। নারায়ণগঞ্জ চেম্বার থেকেও নেতৃবৃন্দ আমাকে দায়িত্ব পালন করার অনুরোধ করা হচ্ছে। সামনেই বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে আমার দায়িত্ব পালনের মেয়াদ কাল ৬ বছর শেষ হতে চলেছে এবং নিয়ম অনুযায়ী এবার আমার নির্বাচনে অংশ নেওয়ার কোন এখতিয়ার নেই। তাই নতুন নির্বাচিত নেতৃবৃন্দদের কাছে দায়িত্ব হস্তান্তরের পূর্ব মুর্হুত পর্যন্ত সংগঠন দুটির দায়িত্ব অবহেলা করার সুযোগ নেই। তাই আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষ, এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধে সংগঠনের সঠিকভাবে পরিচালনা করতে আগামী আগামীকাল থেকে সকল প্রকার কার্যক্রম পুনরায় পুরোদমে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছি।
বন্দরে ইউনিয়ন পরিষদ গুলোতে নব নির্বাচিত চেয়ারম্যান, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের প্রতি অনুরোধ রেখে তিনি বলেন, আমি উপলদ্ধি করছে আমার অবর্তমানে বন্দরে কিছু অপরাজনীতি সৃষ্টি হয়েছে। সম্প্রতি বন্দরে ৫টি ইউনিয়নের অত্যন্ত শান্তিপূর্ন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। শেষ হয়ে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে বন্দরে কিছু কিছু এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আমি স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানাচ্ছি। আমি গোগনগর, আলীরটেক সহ বন্দরের ৫টি ইউনিয়ন এলাকার নির্বাচিত চেয়ারম্যানদের সাথে ৬ জুন মত বিনিময় সভায় বলে যারা নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়েছেন তারা কেউ শতভাগ ভোট পেয়ে নির্বাচিত হোননি। তাই চেয়ারম্যানদের অহংকার করা চলবে না। এলাকার উন্নয়নে যারা নির্বাচনে পরাজিত হয়েছেন তাদেরকে সাথে নিয়ে এলাকায় শান্তি বজায় রেখে উন্নয়ন কাজ চালিয়ে যেতে হবে। আমি সব সময় শান্তির পক্ষে, কারন একটি এলাকার উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে ওই এলাকায় শান্তি বজায় রাখা। তাই সবাইকে শান্তি বজায় রাখার আহবান রাখছি।
(বি ডি/বিএইচ১১জুন২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test