E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহে সাংবাদিকের নামে অপপ্রচার

২০১৬ জুন ১১ ১৯:০৫:২২
ময়মনসিংহে সাংবাদিকের নামে অপপ্রচার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : গত ১০ জুন দৈনিক ময়মনসিংহ প্রতিদিন ও অপরাধ সংবাদ নাম সর্বস্ব অনলাইন পত্রিকায় দৈনিক জনতা’র হালুয়াঘাট প্রতিনিধি জোটন চন্দ্র ঘোষ-এর বিরুদ্ধে মানহানির উদ্দেশ্যে অপ্রপচারে লিপ্ত রয়েছে পত্রিকাটির তথাকথিত সম্পাদক খায়রুল আলম রফিক।

মিথ্যা তথ্য দিয়ে গত ১৭ মে ২০১৫ তারিখে নেত্রকোণার আটপাড়া নারী কেলেংকারী নির্বাহী অফিসার এখন হালুয়াঘাটের খলনায়ক পর্ব (১) অপরাধ সংবাদ অনলাইন পত্রিকায় প্রকাশ করা হয় এবং ২ জুন ২০১৫ তারিখে হালুয়াঘাট নারী পিপাসু ও অর্থলোভী উপজেলা নির্বাহী কে দেখার কি কেউ নেই ? শিরোনামে দু’টি প্রতিবেদন প্রকাশ করে। প্রকাশিত সংবাদটি থেকে নিজেকে আড়াল করে দৈনিক জনতা জোটন চন্দ্র ঘোষ, মানবজমিন ওমর ফারুক সুমন হালুয়াঘাট প্রতিনিধির নামে ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এর ৫৭/১ ধারায় হালুয়াঘাট থানায় তৎকালীন ইউ.এন.ও আব্দুল আওয়াল কে বাদী করে তথাকথিত সম্পাদক রফিক মিয়ার যোগসাজশে একটি মামলা দায়ের করে।

প্রকৃত দুই সাংবাদিক কে হয়রানির উদ্দেশ্যে। গত ১৬ জুন ২০১৫ তারিখে হালুয়াঘাট থানায় ইউ.এন.ও আব্দুল আওয়াল অভিযোগ দায়ের করে। অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার ময়মনসিংহ বরাবর প্রেরণ করে। উক্ত অভিযোগে অপরাধ সংবাদ অনলাইন প্রত্রিকায় প্রকাশিত সংবাদের কপি অর্ন্তভূক্তি করা হয়। এজাহারে ফেইজবুকে স্ট্যাটাস কিংবা পোষ্ট করা হয়েছে এমন কোন তথ্য সংযুক্তি করা হয়নি।

প্রেসক্লাব কাউন্সিল আইন ১৯৭৪-এর- ১১ (বি) ধারা অনুযায়ী প্রণীত সংবাদ সংস্থা এবং সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, কোন কিছু প্রচার বা প্রকাশ করা হলে তার পরিপূর্ণ দায়িত্ব সম্পাদকের ওপর বর্তাবে। প্রকাশিত সংবাদটি সম্পাদক নিজহস্তে লিখেছেন বলে গণ্য করা হবে। অথচ মামলাটিতে সম্পাদক, প্রকাশক, বার্তা সম্পাদক কাউকেই আসামী হিসেবে উল্লেখ করা হয়নি। যাদের পত্রিকাটির সাথে সংশ্লিষ্টতা নেই তাদেরকে মামলায় আসামী করা হয়েছে।

অপরাধ সংবাদের সম্পাদক খায়রুল আলম রফিক প্রকৃত সাংবাদিকদের হয়রানির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে যোগ-সাজশের মাধ্যমে মামলাটি দায়ের করেন। যা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি এখানেই ক্ষান্ত নয় খায়রুল আলম রফিক। সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া তার বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ হওয়ায় বেপরোয়া হয়ে প্রকৃত সাংবাদিকদের মানহানি করতে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করে। অপরদিকে সরকারী বেসরকারী পুলিশ প্রশাসন সহ সহজ-সরল মানুষকে হয়রানি করে আসছে সেনাবাহিনী থেকে চাকুরীচ্যুত ও সেই তথাকথিত সম্পাদক।


(এফআইআর/এস/জুন ১১,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test