E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মসজিদের ইমাম নিয়ে কটুক্তির জেরে মান্দায় গ্রামবাসির দু’পক্ষে সংঘর্ষ

২০১৬ জুন ১১ ২১:২৪:৪২
মসজিদের ইমাম নিয়ে কটুক্তির জেরে মান্দায় গ্রামবাসির দু’পক্ষে সংঘর্ষ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় মসজিদের ইমাম নিয়ে কটুক্তি করায় গ্রামবাসির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ৪জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শুক্রবার মাগরিবের নামাজের পর উপজেলার বড়বেলালদহ উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারপিট ঘটনার জের ধরে শনিবার সকালে গ্রামের ৩টি বাড়ি ভাঙচুর করা হয়। 

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর মসজিদের হিসাব-নিকাষ ও তারাবিহ নামাজের টাকা নিয়ে নবনির্বাচিত ইউপি সদস্য সাইফুল ইসলাম ও তার ভাই করমত উল্লাহর সঙ্গে সাবেক ইউপি সদস্য আক্কাস আলীর বাকবিতন্ডা হয়। এক পর্যায় তারা মসজিদের ইমাম মোবারক হোসেনের দাঁড়ি কেটে নেয়াসহ অশালীন মন্তব্য করে। জের ধরে ওইদিন সন্ধ্যায় ইউপি সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে বিদ্যুৎ, ফিরোজ, শরীফসহ ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে মাগরিবের নামাজে অংশ নেয়া মুসল্লীদের ওপর হামলা করে।

তাদের হামলায় মুসল্লী শহিদুল ইসলাম (৩৫) ও ইদ্রিস আলী (৩০) গুরুতর জখম হন। এ সংবাদ ছড়িয়ে পড়লে সাবেক ইউপি সদস্য আক্কাস আলীর পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে সাইফুল পক্ষের লোকজনের ওপর পাল্টা হামলা চালায়। এতে উভয়পক্ষের মারপিটে সাইফুল ইসলাম (৩৬), পারুল বিবি (২২), মামুনুর রশিদ (২২), লইমুদ্দীন মন্ডল (৪২), সুখী বিবি (২৫), মেহেদী হাসান (১৮), রবিউল (১৫), হামিদুর (২২), বিদ্যুৎ (১৯), ফিরোজ (২৮), শরীফ (৩০), বায়েজিদ (৯), রিনা খাতুন (৯), আব্দুর রাজ্জাক (৩২), উজ্জল (১৮) ও আব্দুল মজিদ (২৫) আহত হন।

এদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শহিদুল ইসলাম, লইমুদ্দীন মন্ডল, সাইফুল ইসলাম ও পারুল বিবিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে মারপিটের এ ঘটনার জের ধরে শনিবার সকালে আক্কাস পক্ষের লোকজন হামলা চালিয়ে প্রতিপক্ষের সামসুল ইসলাম, শরীফ উদ্দিন ও জনাব আলীর বাড়ি ভাঙচুর করে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

শনিবার বিকেলে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, পুলিশ মোতায়েনের পর বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে, ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করেনি।

(বিএম/এস/জুন ১১,২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test