E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌকা প্রতীক সমর্থনকারির শরীর ইট দিয়ে থেঁতলে দিয়েছে প্রতিপক্ষরা

২০১৬ জুন ১১ ২১:২৯:৩৮
নৌকা প্রতীক সমর্থনকারির শরীর ইট দিয়ে থেঁতলে দিয়েছে প্রতিপক্ষরা

সাতক্ষীরা প্রতিনিধি :ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে পরাজিত এক বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা জয়ী প্রার্থীর এক কর্মীকে ইট  ও লোহার রডদিয়ে থেতলে পিটিয়ে জখম করেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার গাইয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের নাম জগদীশ বৈরাগী (৩৫)। তিনি আশাশুনি উপজেলার হাঁসখালি গ্রামের ভূধর বৈরাগীর ছেলে।

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পিণ্টু জানান, গত ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করে যুবলীগ নেতা সুমনের কাছে পরাজিত হন। তার পক্ষে ৬নং ওয়ার্ড সদস্য হিসেবে দীলিপ মণ্ডল তার নিকটতম প্রতিদ্বন্দি মঙ্গল সরকারকে পরাজিত করেন। মঙ্গল সরকার ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের বলাবাড়িয়া ঘেরের তদারকিকারক। তাই পরাজয়ের গ্লানি সগ্য করতে না পেরে এবিএম মোস্তাকিমের ঘের কর্মচারি ও তদারকিকারকদের নিয়ে নির্বাচনের পর দিন থেকে হাঁসখালি , গাইয়াখালি, বলাবাড়িয়া গ্রামে নৌকা ও দীলিপ মণ্ডলের কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। পিটিয়ে জখম করা হয় গৌর দাসসহ সাতজনকে। লুটপাট করা হয় তাদের চিংড়ি ঘের। এলাকা ছাড়া করা হয় প্রায় শতাধিক পরিবার প্রধানকে। এ নিয়ে সাতক্ষীরায় মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এবিএম মোস্তাকিম হিন্দু সম্প্রদায়ের একাংশকে ভয় ভীতি দেখিয়ে পাল্টা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। এরপর থেকে এলাকায় ক্রমশঃ শান্তি ফিরতে শুরু করে।

তিনি অভিযোগ করে বলেন, পূর্বের ঘটনার জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে মোচর সাইকেলে হাড়িভাঙায় যাওয়ার পথে গাইয়াখালি নরেশের চিংড়ি ঘেরের পাশে রাস্তার উপর জগদীশ বৈরাগীকে আটক করে তার উপর হামলা চালায় মোস্তাকিমের ঘের কর্মচারি ও মঙ্গল সরকারের পেটুয়া বাহিনীর সদস্য আসাদুল ইসলাম, সমরেশ সানা, দীনু মণ্ডল, রবিন সানাসহ কয়েকজন। তারা লোহার রড ও ইট দিয়ে তার সমস্ত শরীর থেতলে দেয়। আশাঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ হাসানুজ্জামান জানান, জগদীশের মাথায় ও বাম হাতের কয়েক জায়গার হাড় ফেটে গেছে।

তবে মঙ্গল সরকার এ হামলার সঙ্গে নিজে ও তার লোকজন জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি আসাদুজ্জামান জানান, তিনি লোকমুখে বিষয়টি শুনেছেন। তবে শনিবার রাত সাড়ে সাতটা পর্যন্ত এ নিয়ে থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি।

(বিএম/এস/জুন ১১,২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test