E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কৃষি সেচের ভূতুরে বিল প্রত্যাহার ও দুর্নীতি-অনিয়ম বন্ধের দাবি

গৌরীপুরে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ-স্মারকলিপি পেশ

২০১৬ জুন ১২ ১৬:৪৭:৩৮
গৌরীপুরে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ-স্মারকলিপি পেশ

গৌরীপুর প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুরে ‘বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের’ কৃষি সেচের অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার ও দুর্নীতি অনিয়ম বন্ধের দাবিতে ‘গৌরীপুর কৃষি সেচ বিদ্যুৎ গ্রাহক সমিতি’র উদ্যোগে রোববার (১২ জুন) বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়। বিউবো’র চেয়ারম্যান বরাবওে দেয়া স্মারকলিপিটি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার। তিনি বলেন, কৃষকদের দাবি যৌক্তিক, যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণের পর সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষি সেচ বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার, গ্রাহক হয়রানি ও বিদ্যুতের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির সভাপতি হারুন আল বারী, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, কৃষি সেচ বিদ্যুৎ গ্রাহক জয়নাল আবেদিন, সোহাগ মিয়া, মজিবুর রহমান, গিয়াস উদ্দিন, কাজিম উদ্দিন, সাইফুল ইসলাম, আব্দুল হেলিম, মো. লিটন মিয়া, আমির হামজা, মো. সাইদুল ইসলাম, নুর আহাম্মদ, চাঁন মিয়া, আব্দুল আজিজ, লুৎফল হক, আরব আলী, নুরুল আমিন, হাতেম আলী, মো. শহীদ মিয়া, রফিকুল ইসলাম, ইসহাক উদ্দিন, আব্দুস সাত্তার প্রমুখ।

গ্রাহকদের স্মারকলিপিতে জানা যায়, গজন্দর গ্রামের আলী হোসেনের ৮৫৮৩ ইউনিটের স্থলে ১৫হাজার, কাজিম উদ্দিনের ৫১০০ইউনিটের স্থলে ১৩হাজার ৬শ ইউনিট, নুর আহাম্মদের ৬৯৬৪ ইউনিটের স্থলে ১২হজার ৮শ ইউনিটের বিল দেয়া হয়েছে। অনুরূপভাবে মজিবুর রহমানকে ৭শ, আলাল উদ্দিনকে ৩হাজার, লুৎফুল হককে ৩হাজার ৪শ, গিয়াস উদ্দিনকে ৬হাজার ৮শ, আবুল বাশারকে ১১হাজার ৯শ, আব্দুল হেলিমকে ১হাজার ৫৪৯, সেলিমকে ৩হজাার ৫৬৪, আব্দুস সাত্তারকে ২হাজার ৭শ, আব্দুল হামিদকে ৮হাজার, আব্দুর রাশিদকে ১হাজার ৭১৫, রফিকুল ইসলামকে ৩হাজার ৬২৪, আব্দুর রশিদকে ৬হাজার ২৩১, আব্দুল ওয়াহাবকে ৫হাজার ৪৪৮, সাইফুল ইসলামকে ৪হাজার ৮৯৪ইউনিটের অতিরিক্ত বিদ্যুৎ বিল দেয়া হয়েছে।


(এসআইএম/এস/জুন ১২,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test