E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে শপথ নিলেও দায়িত্ব পাচ্ছেন না ১০ ইউপি চেয়ারম্যান

২০১৬ জুন ১৩ ১১:৩৪:৩৬
গৌরীপুরে শপথ নিলেও দায়িত্ব পাচ্ছেন না ১০ ইউপি চেয়ারম্যান

গৌরীপুর প্রতিনিধি :নির্বাচন কমিশনের দ্বিতীয় ধাপে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ৩১মার্চ অনুষ্ঠিত হলেও এবং নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ নিয়েও দায়িত্ব পাচ্ছেন না। মেয়াদ আর নিয়ম বিভ্রান্তির কারণে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম অচল হয়ে পড়েছে।

নতুন বাজেট প্রণয়ন আর জুন ক্লোজিংয়ের বিল-ভাউচারে স্বাক্ষর প্রদান নিয়েও বিপাকে পড়েছে প্রশাসন। ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান-টু-চেয়ারম্যান দায়িত্ব হস্তান্তরের কারণে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পুরো দায়িত্বই পালন করছেন ইউনিয়ন পরিষদের সচিবগণ।

নির্বাচন কমিশনের দ্বিতীয় ধাপে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ৩১মার্চ অনুষ্ঠিত হয়। ১১ মে গেজেট প্রকাশিত হয়। ২৯মে নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার সরকার শপথ বাক্য পাঠ করান।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ২৯ ধারায় পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের কার্যকাল উপ-ধারা (১) ‘কোন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ, এই বিধানের বিধানাবলি সাপেক্ষে সংশ্লিষ্ট পরিষদের প্রথম সভা অনুষ্ঠানের তারিখ হইতে ৫ (পাঁচ) বৎসর সময়ের জন্য উক্ত পদে অধিষ্ঠিত থাকবেন’ উপ-ধারা (২) ‘চেয়ারম্যান ও সদস্যদের নাম সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার তারিখ হইতে পরবর্তী ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে ইউনিয়ন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হইতে হইবে’ উল্লেখ রয়েছে।

উপ-ধারা (১) অনুযায়ী বর্তমান দায়িত্বরত (অর্থনৈতিক ক্ষমতাহীন) চেয়ারম্যানদের মেয়াদকাল ২৭জুলাই শেষ হবে। উপধারা (২) মতে ৩ মে প্রকাশিত গেজেট অনুযায়ী ৩০ কার্যদিবস শেষ হবে ১৫ জুন। এ তারিখের মধ্যে প্রথম সভা করতে নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানগণ বাধ্য। সৃষ্ট জটিলতা নিয়ে চেয়ারম্যানদের মাঝে বেড়েছে দ্বন্দ্ব। অধিকাংশ ইউনিয়নে সংঘর্ষেরও আশংকা বিরাজ করছে। এ অবস্থা নিরসনকল্পে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহাবুবুর রহমান ২৪ মে দেয়া পত্রে ‘যে সকল ইউনিয়ন পরিষদের মেয়াদ ৫ বৎসর পূর্ণ হওয়ার আগেই নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গেজেট প্রকাশিত হয়েছে সে সকল ইউনিয়ন পরিষদের মেয়াদ ৫ বৎসর পূর্ণ হওয়ার পর নবগঠিত ইউনিয়ন পরিষদের প্রথম সভা অনুষ্ঠান’ করার জন্য অনুরোধ জানিয়েছেন। আইন, পরিপত্র ও পত্রের নির্দেশনা সাংঘর্ষিক বলে আখ্যায়িত করেছে অধিকাংশ নবনির্বাচিত চেয়ারম্যান।
একটি পরিপত্র আছে শপথ নেয়ার পরেই সংশ্লিষ্ট ব্যক্তি দায়িত্ব বুঝে পাবেন উল্লেখ করে মাওহা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন বলেন, আমরা সরকারি-কর্মকর্তাদের দিকে চেয়ে আছি, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব প্রদানে ব্যর্থ হলে যদি জনগণ ক্ষতিগ্রস্থ হয়, তাহলে জনগণ নিয়ে আইন-আদালতের মাধ্যমে তা বুঝিয়ে নিব। অচিন্তপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর বলেন, শপথ নেয়ার পর থেকেই সাধারণ মানুষ নানা কাজের জন্য আসচ্ছে, আমি তাদের কিছুই করতে পারচ্ছি না। বর্তমান চেয়ারম্যানও অসহায়। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ভবিষ্যতে চেয়ারম্যান-টু-চেয়ারম্যান দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে নির্বাচনকালীন ব্যতিত পরবর্তী সময়কালে চেয়ারম্যান অর্থনৈতিক ক্ষমতা দেয়া না হলে, ইউনিয়ন পরিষদের জনগণ ক্ষতিগ্রস্থ হচ্ছেন। অপরদিকে পৌরসভার মেয়র-টু-মেয়র ক্ষমতা হস্তান্তরের নিয়মে ব্যত্যয় ঘটছে। রামগোপালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল্লাহ আমিন জনি বলেন, চেয়ারম্যানের তফসিল ঘোষণার থেকে নির্বাচনের দিন পর্যন্ত ব্যতিরেকে চেয়ারম্যান অর্থনৈতিক ক্ষমতা দেয়া উচিত।
(এসআইএম/এস/জুন ১৩,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test