E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ছাত্রলীগের করুণ হাল ॥ ১৪বছরে হয়নি কোন কমিটি

২০১৬ জুন ১৫ ১২:০৩:০২
গৌরীপুরে ছাত্রলীগের করুণ হাল ॥ ১৪বছরে হয়নি কোন কমিটি

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা :  ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও কলেজ ছাত্রলীগের চলছে করুণ দশা। ১৪বছরেও হয়নি গৌরীপুর সরকারি কলেজের পূর্ণাঙ্গ কমিটি। ১২ বছর পর সম্মেলন ছাড়া ঘোষিত উপজেলা কমিটির কার্যক্রম ২বছর যাবত স্থগিত। উপজেলার ১০টি ইউনিয়নে ছাত্রলীগের কোনো কার্যক্রমও নেই। ফলে ময়মনসিংহের গৌরীপুরে ছাত্রলীগের রুগ্নদশা কাটছে না।

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ উপজেলায় ছাত্রলীগের রয়েছে অনেক গর্বিত ইতিহাস। কিন্তু বর্তমান সংগঠনটির নেতৃত্ববিহীন অবস্থার কারণে টালমাটাল অবস্থা। সরকারে থাকলেও দীর্ঘদিন যাবত কমিটি না থাকায় ছাত্র নেতৃত্বে শূন্যতা বিরাজ করছে।
জানা যায়, ২০০২ সালে উপজেলা ও সরকারী কলেজ কমিটি ভেঙ্গে দিয়ে ৩মাসের মধ্যে সম্মেলন করার জন্য দুটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উপজেলা কমিটির সম্মেলন সর্বশেষ ২০০২সালে অনুষ্ঠিত হলে ইকরাম হোসেন খান মামুন সভাপতি ও মোফাজ্জল হোসেন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ কমিটিকে ২০১৪সালে ভেঙ্গে দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির সভাপতি সানাউল হক হীরা ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন সোহেলকে নিয়ে ছাত্রলীগের মাঝে দ্বন্ধ-সংঘাতের সৃষ্টি হয়। এ কমিটিকে ভুয়া আখ্যায়িত করে প্রেসক্লাবে এক গ্রুপের সংবাদ সম্মেলন চলাকালে অপর গ্রুপের হামলার ঘটনাও ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে ১২জুন/১৪ তারিখে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে সংগঠনের শৃঙ্খলা বিরোধী আচারণের অভিযোগে উপজেলা ছাত্রলীগের নাম ও পদবী ব্যবহারও নিষিদ্ধ উল্লেখ করে উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
২০০২ সালে আবু কাউছার চৌধুরী রন্টিকে আহ্বায়ক ও মাজহারুল ইসলাম টুটুলকে যুগ্ম আহ্বায়ক করে গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ কমিটি গঠিত হয়। দীর্ঘ ১৪ বছরেও এ কলেজে সম্মেলনের মাধ্যমে বা অন্যকোনভাবেই আর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। আবু কাউছার চৌধুরী রন্টি বর্তমানে কেন্দ্রীয় যুবলীগের সদস্য এবং সম্ভাব্য এমপি প্রার্থী হিসাবেও প্রচারণা চালাচ্ছেন। মাজহারুল ইসলাম টুটুল ইলেক্ট্রনিক্সের একজন সফল ব্যবসায়ী। তৎকালীন সময়ে গঠিত হয়নি পৌর ছাত্রলীগের কমিটি। প্রায় ১২বছর পর উত্তম সরকারকে সভাপতি ও উমর ফারুককে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি ঘোষিত হয়।
উপজেলার ১০টি ইউনিয়নে এক সময়ে ৯০টি ওয়ার্ডেই সক্রিয় ছিলো ছাত্রলীগের তৃণমূল পর্যায়ে শাখা কমিটিগুলো। বাংলাদেশ আওয়ামী লীগের ডাকে আন্দোলন-সংগ্রামের অগ্রজ এ সংগঠনটির বর্তমানে ১০টি ইউনিয়নেই নেই শাখা কমিটি ও কার্যক্রম। ১৪বছরে গৌরীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি, ¯œাতক ও অনার্স কোর্সে অধ্যয়নের পাঠ চুকিয়ে যাওয়া প্রায় ১১হাজার ছাত্রছাত্রী এ সংগঠনে সম্পৃক্ততা ও নেতৃত্ব অর্জনের সুযোগ বিকশিত হয়নি।
ছাত্রলীগের নেতৃত্ব পেতে মোবারক হোসেন সোহেল, শেখ মুক্তাদির শাহীন, মিজানুর রহমান, উমর ফারুক, নাজিমুল ইসলাম শুভ, এসএম জিল্লুর রহমান, জহিরুল ইসলাম ছোটনের নাম শোনা যাচ্ছে।

(এস এম/বি এইচ১৫জুন২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test