E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংখ্যালঘুদের আতঙ্কিত না হবার আহ্বান  নওগাঁ পুলিশ সুপারের

২০১৬ জুন ১৫ ১২:১৯:১৬
সংখ্যালঘুদের আতঙ্কিত না হবার আহ্বান  নওগাঁ পুলিশ সুপারের

নওগাঁ প্রতিনিধি : দেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সংখ্যালঘুদের আতঙ্কগ্রস্থ না হবার আহ্বান জানিয়ে নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম বলেছেন, বাংলাদেশের জন্মলগ্ন তথা মহান মুক্তিযুদ্ধের সময় একটিমহল স্বাধীনতার বিরুদ্ধাচারন করেছিল। পরবর্তীতে তাদের অনেকেই দেশের ক্ষমতাসীনের ভূমিকাও পালন করেছে।

কিন্তু বর্তমান সরকার তাদেরও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করছে। গুটি কয়েক সন্ত্রাসীর ভয়ে কেউ ভিতসন্ত্রস্ত হলে চলবে না। এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে। পুলিশ তথা সরকার আপনাদের পাশে আছে। আর এ ক্ষেত্রে আপনাদেরও সহযোগীতা প্রয়োজন। মঙ্গলবার বিকেলে নওগাঁ পুলিশ অফিসের কনফারেন্স রুমে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান এক্য পরিষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি কথাগুলো বলেন।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ খোরশেদ আলম, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সামিউল আলম, সদর থানার ওসি মোঃ জাকিরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি, সাধারন সম্পাদক বিভাস মজুমদার গোপাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক চিত্তরঞ্জন সাহা, শঙ্কর রঞ্জন সাহা, এ্যাডভোকেট পিযুষ কুমার সরকার, মনোজিত সরকার, অসিত বরন সাহা নৃপেন, ব্রজেন্দ্র নাথ সাহা প্রমুখ।

(বিএম/এস/জুন ১৫,২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test