E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

২০১৬ জুন ১৫ ১৩:৫০:০৯
মদনে গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫



মদন (নেত্রকোণা) সংবাদদাতাঃ নেত্রকোণার মদন উপজেলা ফতেপুর পশ্চিমপাড়া গ্রামে মঙ্গলবার রাতে গরু কেনাবেচাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। গ্রামবাসীর সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল্লাহর গরু একই গ্রামের বাবুল মিয়া ও দুলু মিয়ার নিকট বায়না মূলে বিক্রি করে টাকা নেয়।

পরবর্তীতে সুচতুর আব্দুল্লাহ তার গরু পূনরায় অন্যত্র বেশী দামে বিক্রি করলে এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল্লাহর সাথে বাবুল মিয়ার কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে দু’গ্রুপের লোকজনের সংঘর্ষে উভয় পক্ষের ১৫জন আহত হয়। আহত মিলন মিয়া(৩০), পালন মিয়া(৩৫), আসকু মিয়া(৫৫), আজিম উদ্দিন (৩২), ইসলাম উদ্দিন(৩৫), নাজিম উদ্দিন (৩৫), জালাল উদ্দিন(৩০), আব্দুল্লাহ (২০), মোস্তফা (২৫) মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বাকী আহতরা স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নিয়েছে।
এ ব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান মসরুর ইয়ার চৌধুরী জানান, গরু কেনাবেচা নিয়েই এ ঘটনার সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তির দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে মদন থানার ওসি মাজেদুর রহমান সংঘর্ষের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমি শুনেছি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




(এএম/বিএইচ১৫জুন২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test