E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ১৮ জুলাই জাতীয় সংসদ উপ-নির্বাচন

২০১৬ জুন ১৫ ১৫:১৫:৪৪
গৌরীপুরে ১৮ জুলাই জাতীয় সংসদ উপ-নির্বাচন

গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি :নির্বাচন কমিশন আগামী ১৮ জুলাই ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুরের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। গত ২মে সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। আসনটিতে আওয়ামী লীগের মনোনয়নের জন্য দেড় ডজন প্রার্থী লড়ছেন। এছাড়াও ন্যাপের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি আব্দুল মতিন মাস্টার ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপি’র একাংশের যুগ্ম আহ্বায়ক হাফেজ আজিজুল হকও প্রচারণায় রয়েছেন। ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৩ গৌরীপুর।

পুরুষ ভোটার ১লক্ষ ১২হাজার ৮৭৩জন ও মহিলা ভোটার ১লক্ষ ১১হাজার ১৬৩জন। মোট ভোটার সংখ্যা ২লক্ষ ২৪হাজার ৩৬জন।

ইতিমধ্যেই তোরণ-প্যানা, ফেস্টুন-পোস্টারে রঙিন হয়ে উঠেছে ময়মনসিংহের গৌরীপুর। আসছে নতুন নতুন ডিজাইনে প্রচারণার উপকরণ। উপজেলার সকল হাটবাজার, সড়ক পূর্ণ করে এসব প্রচার সামগ্রি যাচ্ছে নির্বাচনী এলাকার সীমানা ছাড়িয়ে। ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীদের তোরণে তোরণে পূর্ণ প্রধান সড়কগুলো।

ইসির তফসিল অনুযায়ী এ নির্বাচনে রিটার্র্নি ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন দাখিল ২০জুন পর্যন্ত, ২২জুন বাছাই, ২৯জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ৩০জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও ১৮ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বর্তমান এমপির মৃত্যুর পর শোকের পোস্টারে ছিলো আগাম নির্বাচনী প্রচারণার গন্ধ। জানাযার
মাঠেই ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন আহমেদের শোকবার্তার প্যানা নজর কাড়ে। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজয়ের পর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নাজনীন আলমের সরব উপস্থিতি সবাইকে চমকে দেয়। শুরু হয়ে যায় প্রচার-প্রচারণার মহোৎসব।

সংগঠনের দুঃসময়ের কাণ্ডারী ১৯৮৯সনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক নির্বাচিত হন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম মু‏হাম্মদ আজাদ ও অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে মাধ্যমে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে ১৯৯১সনে নজরুল ইসলাম সরকারকে ও উপ-নির্বাচনে তাঁর সহধর্মিনী রওশন আরা নজরুলকেও এমপি নির্বাচিত করেন। পরিবর্তীতে আগমন ঘটে ক্যাপ্টেন (অব.) মুজিবের রাজত্ব। ১ম ধাপেই নির্যাতনের শিকার হন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম মু‏হাম্মদ আজাদ। অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের দিগম্বরের ঘটনায় দেশ-বিদেশে নিন্দার ঝড় উঠে। এ দু’জনই এবার মনোনয়ন যুদ্ধে অবর্তীণ হয়েছেন।

প্রার্থী ভিন্ন হলেও প্যানা, পোস্টার ও বিলবোর্ডের কথা ‘একই’। অধিকাংশ প্রচারণায় ব্যবহৃত হচ্ছে একটি শ্লোগান ‘গৌরীপুরবাসী এমপি হিসাবে দেখতে চায়’। আওয়ামী লীগের নৌকার টিকেট পেতে বিলবোর্ড, প্যানা পোস্টারে যাঁদের রয়েছে সরব প্রচারণা তাঁরা হলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নাজিম উদ্দিন আহম্মেদ, গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার ২বার নির্বাচিত মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ২বারের নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ও বাকসু’র সাবেক ভিপি এ.কে.এম আবদুর রফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মুর্শেদুজ্জামান সেলিম, উপকমিটির সহ-সম্পাদক ও শেকৃবির সাবেক ভিপি কৃষিবিদ ড. সামীউল আলম লিটন এবং উপকমিটির সহ-সম্পাদক ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হাসান অনু, ময়মনসিংহ জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি গোলাম মোস্তফা বাবুল, পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম হবি, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নাজনীন আলম, সাবেক ছাত্রলীগ নেতা এম.এ মামুন।

১৪দলের শরীক দল হলেও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি (ন্যাপ) এর প্রার্থী হিসাবে মাঠে নেমেছেন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল মতিন মাস্টার। বিএনপি নির্বাচনে না এলেও আলোড়ন সৃষ্টি করেছেন হাফেজ আজিজুল হক। তিনি উপজেলা বিএনপি’র একাশের যুগ্ম আহ্বায়ক। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

(এসআইএম/এস/জুন ১৫,২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test