E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন

২০১৬ জুন ১৫ ২২:৩১:৩৬
দুর্গাপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন

নিতাই সাহা,দুর্গাপুর(নেত্রকোনা):নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ইউরোপিয়ন ইউনিয়ন এর অর্থায়নে, হেল্পএইজ ইন্টারন্যাশনাল এর সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা বারসিক এর বাস্তবায়নে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস ২০১৬ উদযাপন করা হয় বুধবার।

এ উপলক্ষে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে স্থানীয় আদিবাসী অডিটরিয়ামে ‘‘সব বয়সের সমাজ গড়ি, প্রবীণ নির্যাতন বন্ধ করি’’ এই শ্লোগানকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত ইউ.পি চেয়ারম্যান মোঃ আঃ মোতালেব, উপজেলা মানবাধিকার কমিশন এর সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, পৌর কাউন্সিলর বানী তালুকদার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্তী, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, বারসিক কর্মকর্তা লিপি চৌধুরী, তোবারক হোসেন খোকন প্রমুখ। বক্তারা বলেন, আমাদের সমাজে প্রবীণদের শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক বৈষম্য দুরিকরন এবং তাঁদের নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরী করা আমাদেরই দায়িত্ব। আমাদের দেশে মোট প্রবীণ সংখ্যা হচ্ছে ১কোটি ৩০ লক্ষ। কাজেই প্রবীণদের নিরাপদ জীবনযাপন তথা নিজের ভবিষ্যতের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরীতে আমাদেরই এগিয়ে আসতে হবে।

(এনএস/এস/জুন ১৫,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test