E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরফ সংকটে ইলিশ ধরতে যেতে পারছে না জেলেরা

২০১৬ জুন ১৬ ১১:০১:০৬
বরফ সংকটে ইলিশ ধরতে যেতে পারছে না জেলেরা

পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি: সাগরে মাছের প্রাচুর্যতা দেখা দিলেও মিলছে না চাহিদা মত বরফ। ঘাটে সকল প্রস্তুতি নিয়ে বসে আছে শতশত সমুদ্রগামী মাছ ধরার ট্রলার। অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের কারনে বরফ কলগুলি বরফ তৈরী করতে পারছে না।

ইলিশ মৌসুম শুরু হয়েছে । বঙ্গোপসাগরে পর্যাপ্ত মাছের প্রাচুর্যতা দেখা দিয়েছে। জেলেরা ট্রলারে বাজার সওদা করে বসে আছে কিন্তু পর্যাপ্ত বরফের অভাবে সাগরে যেতে পারছে না ট্রলার মালিকগন। সাগরে মাছ ধরার পর পুনরায় ঘাটে ফিরতে ১০/১৫ দিন মাছ সংরক্ষনের জন্য বরফ অতিআবশ্যক।

জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, পাথরঘাটা দক্ষিনাঞ্চলের বৃহত্তম মৎস্য পাইকারি বাজার। প্রতিদিন শতশত মন ইলিশ মাছ সাগর থেকে আহরণ করে বাজারে বিক্রী হয়। কিন্তু বরফ না থাকায় ট্রলার মালিকগন বাজার সওদা করে প্রস্তুতি নিয়ে বসে আছে কিন্তু বরফ কল গুলি বরফ সরবরাহ দিতে না পারায় ঠায় বসে জেলেরা। এফবি তরিকুল নামের জাকির মাঝি বলেন, বরফ না ছাড়া সাগরে গিয়ে কি লাভ। মাছ ধরে সংরক্ষন করতে পারব না।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি জানান, স্থানীয় বরফ কলে বরফ স্থানীয় চাহিদা পূরণে সক্ষম কিন্তু কল গুলি বরফ তৈরী করতে না পারায় ৫০ থেকে ১শ কিলোমিটার দূর থেকে গিয়ে বরফ আনতে হচ্ছে। পারেরহহাট ও বাগের হাট যেতে হচ্ছে ।

পাথরঘাটা শহরের খুচরা বাজারের মাছ বিক্রেতা আল আমিন বলেন, ট্রলার সাাগরে যেতে পারছেনা বরফের অভাবে তাই দাম একটু চড়া।

বাংলাদেশ মৎস্য মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর পাথরঘাটা কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মো. সোলায়মান শেখ জানান, মাছ আহরণ মৌসুম শুরু হয়ে গেছে কিন্তু স্থানীয় বরফ কল গুলো বরফ সরবরাহ দিতে পারছেনা। বিএফডিসি‘র নিজস্ব বরফ কল ছাড়াও বেসরকারি উদোক্তাদের ২২টি বরফ কল রয়েছে । একবার সলিড (জমাট বাধা) বরফ তৈরীতে একটানা ৪৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ দরকার । কিন্তু পাথরঘাটায় সারা দিন বিদ্যুৎ থাকেনা। সন্ধ্যা ৭টার পর সরবরাহ চালু হলে আবার চলে লোডশেডিং তামাশা। সে কারনে ২৪ ঘন্টায় মাত্র ৭/৮ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায় যে কারনে জমাট বাধা বরফ সরবরাহ দিতে না পরায় জেলেরা হতাশ হচ্ছে। গত তিন মাস যাবৎ চলছে এ অবস্থা।

পল্লী বিদ্যুত সমিতির মঠবাড়িয়াস্থ ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম সরোয়ার মোর্শেদ বুধবার টেলিফোনে জানান সরবরাহ লাইন সম্প্রসারণ কাজের জন্য সারা দিন বন্ধ রাখতে হচ্ছে তবে কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে এখন থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা হবে।

(এমএসকে/বিএইচ১৬জুন২০১৬)


পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test