E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগি
 সেই মন্টু ডাক্তার ককটেলসহ গ্রেফতার

২০১৬ জুন ১৬ ১১:২৮:৩৪
রাণীনগরে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগি সেই মন্টু ডাক্তার ককটেলসহ গ্রেফতার

নওগাঁ প্রতিনিধিঃ বুধবার ভোর রাতে নওগাঁর রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগি এবং জেএমবির সক্রিয় সদস্য সেই ডা. খায়রুল ইসলাম ওরফে মন্টু ডাক্তারকে (৫৫) ২ টি ককটেল ও ১ টি ধারালো হাসুয়াসহ গ্রেফতার করেছে পুলিশ।

তাকে বড়গাছা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় । বিগত ২০০৪ সালে জেএমবির জঙ্গী নেতা বাংলাভাইয়ের অন্যতম সহযোগী এই মন্টু ডাক্তার সেসময় এলাকার জঙ্গী তৎপরতা সম্পর্কে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দৈনিক জনকন্ঠ, প্রথম আলো ও যুগান্তরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে সে মামরায় তিনি হেরে যান। মন্টু ডাক্তারের নেতৃত্বে বড়গাছা গ্রামের ধনাঢ্য সংখ্যালঘু জগন্নাথের পরিবারের প্রায় ১২শ’ মন ধান, পুকুর পাড়ের শতাধিক তাল গাছ কেটে লুট করেছিল জেএমবির জঙ্গীরা। শিম্বা গ্রামের ছাত্রলীগ নেতা খেজুর আলীকে ৪টুকরো করে হত্যা ও বাদশাকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে রাখার ঘটনায় এই মন্টু ডাক্তারও ছিলেন বাংলা ভাইয়ের সঙ্গে। সেই সঙ্গে ছিলেন হবিবর রহমান হবি, খাবির শেখসহ অনেকেই।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ খান জানান, উপজেলার বড়গাছা গ্রামের ছামছুল আলমে ছেলে খায়রুল ইসলাম মন্টুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় । গ্রেফতার কালে তার শয়নকক্ষ তল্লাশি করে ২টি ককটেল ও ১টি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়

(বিএম/বিএইচ১৬জুন২০১৬)




পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test