E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে নওগাঁ পিডিবির লাইন সহকারীদের চাঁদা আদায়

২০১৬ জুন ১৬ ২০:৪৯:২৩
ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে নওগাঁ পিডিবির লাইন সহকারীদের চাঁদা আদায়

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদরের উপশেরপুর এলাকায় নিজেদের ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে নওগাঁ পিডিবির কয়েক লাইন সাহায্যকারী গ্রাহকের কাছে ২৫হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আর এতে সহায়তা করেছে সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী ( বিক্রয় ও বিতরণ) মোঃ লাহেড়ী খান। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকাসহ নওগাঁ পিডিবিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

অভিযোগে জানা গেছে, নওগাঁ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী লাহেড়ী খানের সহযোগীতায় লাইনসাহায্যকারী মোঃ ফরিদুজ্জামান (ফরিদ), এ.ডি.এম সহিদুর রহমান (সাইদ), আজাদুর রহমান (আজাদ), তরিকুল ইসলাম, আব্দুর রহিম ও টিটু শেখ, নওগাঁ সদর উপজেলার শেরপুর গ্রামের গ্রাহক মোবারকের বাসায় (কনজুমার নং এন০১০৬৬০০৩) প্রবেশ করে তার বৈদ্যুতিক মিটারে কারচুপি করে চালানোর অভিযোগ এনে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না দিলে মিটার খুলে নিয়ে যাবে এবং ওই মিটারের বিপরীতে রাজশাহীতে মামলা দায়ের করা হবে বলে তারা হুমকি প্রদান করে। এসময় তাদের একজন নিজেকে বিদ্যুত বিভাগের ম্যাজিষ্ট্রেট বলে পরিচয় দেয়। তাদের এমন হুমকি ও শাসন গর্জনের ভয়ে ১৭ হাজার টাকা তাদের হাতে তুলে দেয়।

এছাড়া তারা একই এলাকার আরমান আলীর নিকট ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে এবং চাঁদার টাকা দিতে না পারায় তারা অফিসে মিটার খুলে নিয়ে যায়। এছাড়াও ওই এলাকার আব্দুর রাজ্জাক, রওশন আরা, হামিদুর রহমান, আহসান হাবীব, আরফান, আরব ও মুকুলের বাড়ি থেকে চাঁদা না দেয়ায় মিটার খুলে নিয়ে যায় এবং তারা মামলার হুমকি প্রদান করে। কিন্তু গ্রাহকরা পরবর্তীতে জানতে পারে ওদের মধ্যে কেউ ম্যাজিষ্ট্রেট ছিলনা। ওই লাইনম্যান সহকারীরা প্রতারণার মাধ্যমে চাঁদাবাজি করেছে।

এই ঘটনায় বৃহস্পতিবার প্রতারিত ওইসব গ্রাহকরা পিডিবির নির্বাহী প্রকৌশলী শংকর কুমার দেবের নিকট লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি একজন গ্রাহকের অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেন।

(বিএম/এস/জুন ১৬,২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test