E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ !

২০১৬ জুন ১৬ ২১:৪৪:৩৪
সাতক্ষীরায় র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ !

সাতক্ষীরা প্রতিনিধি : র‌্যাব পরিচয়ে সাদা পোশাকে এক ব্যবসায়িকে বাড়ি থেকে অপহরণ করা হয়েছে। বুধবার রাতে ১১ টর দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর  হ্রামের নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়।

অপহৃত ব্যবসায়ীর নাম মুনতাছির রহমান হাবলু। তিনি আলীপুর গ্রামের আব্দুল্লাহেল বাকীর ছেলে।

হাবুলের স্ত্রী আলীপুর হাইস্কুলের সহকারি শিক্ষিকা রওশনারা জানান,বুধবার রাত সোয়া এগারটার দিকে একটি সাদা মাইক্রোবাসযোগে ৭/৮ জন লোক তাদের বাড়ী থেকে ২০০ গজ দূরে খালপারে আসে। সেখানে মাইক্রোবাস রেখে তারা তাদের বাড়িতে আসে। এরপর নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে স্বামী হাবুলকে ডাকাডাকি করতে থাকেন। অচেনা লোকের কণ্ঠ শুনতে পেয়ে তিনি বাড়ীর বারান্দায় আসেন। তখন তিনি তাদের আসার কারণ জিজ্ঞাসা করলে তারা নিজেদের আবারো র‌্যাব সদস্য পরিচয় দিয়ে হাবুলের নিকট থেকে তাদের কিছু বিষয় জানার আছে বলে জানান। এসময় তার স্বামী শুধুমাত্র গেঞ্জি গায়ে ঘর থেকে বের হয়ে তাদেরকে অনুসরণ করে। বৃহষ্পতিবার র্তা ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি আর বাড়ি ফিরে আসেননি। এমনকি সম্ভাব্য কোন স্থানে খুঁজে পাওয়া যায়নি। প্রশাসনের বিভিন্ন দপ্তরে তার অবস্থান সম্পর্কে সন্ধান মেলেনি।

হাবুলের ভাই সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মোস্তাাজাবুর রহমান জানান, হাবুল কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। সে আলীপুর হাটখোলা বাজারে হাজী জমিরউদ্দীন মার্কেটে দীর্ঘ ২৩ বছরের ফাস্ট ফুড ব্যবসায়ি।। হাবুলের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে না পেরে তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

বৃহষ্পতিবার দুপুরে এ ব্যাপারে জানতে চাইলে র‌্যাব-৬ এর সাতক্ষীরা অফিসের দায়িত্বপ্রাপ্ত মেজর মাহফুজ মুঠো ফোন রিসিভ করেই একজন সাংবাদিককে বলেন,বিরক্ত করছেন কেন? অভিযানে আছি।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ ও গোয়েন্দা পুলিশের পুরদর্শক ইনামুল হক জানান, এ ধরণের ঘটনা তাদের জানা নেই।

প্রসঙ্গত, হাবলুর বাবা মুসলিমলীগ নেতা আব্দুল্লাহ হেল বাকী মহান মুক্তিযুদ্ধে কুখ্যাত রাজাকার অধ্যক্ষ খালেক মণ্ডলের দোসর ছিলেন। জেলার বিভিন্ন স্থানে হত্যা ও নারী নির্যাতনে খান সেনাদের সহযোগি ছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশের এক শ্রেণির রাজাকারদের সাধারণ ক্ষমা করেন ১৯৭৪ সালে আব্দুল্লাহ হেল বাকী সেই আদেশকে ব্যবহার করে ট্রাইব্যুনাল থেকে মুক্তি পান।


(আরএনকে/এস/জুন ১৬,২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test