E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় এক যুবলীগ নেতার কান্ড !

“মায়ের জন্য কাঁদছে দুই ভাই-বোন, মা ব্যাস্ত অন্যের সংসার সামলাতে”

২০১৬ জুন ১৭ ১৫:১৯:৩২
“মায়ের জন্য কাঁদছে দুই ভাই-বোন, মা ব্যাস্ত অন্যের সংসার সামলাতে”

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :মায়ের একটু স্পর্শ ও আদর পাওয়ার জন্য ১১ বছরের সাদিয়া আক্তার ও আট বছরের সাব্বির কেঁদে কেঁদে অসুস্থ্য হয়ে পড়ছে। গত নয়দিন ধরে তাঁরা শয্যাশায়ী হলেও পাষন্ড মা দুই সন্তানকে ফেলে এখন প্রেমিকের সংসার করছে। ১৬ বছরের সংসার ভেঙ্গে যুবলীগ নেতা জাহাঙ্গীর সিকদার দুই সন্তানের জননী হাফসা বেগমকে (২৬) নিয়ে পালিয়ে যাওয়ায় সন্তানদের নিয়ে এখন চরম বিপাকে পড়েছে অসহায় পিতা নুর আলম হাওলাদার।

পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামে এ ঘটনায় মায়ের জন্য দুই সন্তানের হৃদয় বিদারক আর্তনাদে গোটা এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় যুবলীগ নেতা জাহাঙ্গীর সিকদার(৩৫), হাফসা বেগম, রিপন মাল, জাকারিয়া মাল ও মোসাঃ বেগমকে আসামী করে মামলা দায়ের করেছে হাফসার স্বামী নুর আলম হাওলাদার। গত ১৩ জুন এ মামলা দায়ের করেন।

মামলায় তিনি উল্লেখ করেণ, পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় গত ৮ জুন সকালে তার বসত ঘরে প্রবেশ করে নগদ এক লাখ ২০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল নিয়ে হাফসা দুই সন্তান নিয়ে বাড়ি থেকে জাহাঙ্গীরের সাথে পালিয়ে যাওয়ার সময় পরিবারের লোকজন তাদের বাঁধা দেয়। এ সময় জাহাঙ্গীর তাদের খুন করার হুমকি দিয়ে তাদের নিয়ে চলে যায়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে উঠলে পরদিন (৯ জুন) দুই সন্তানকে হাফসা তার স্বামীর ঘরে পাঠিয়ে দিলেও সে আর ফিরে আসে নি।

নুর আলম হাওলাদার জানান, গত নয়দিন ধরে দুই ভাই-বোন মায়ের জন্য দিন রাত কাঁদতে কাঁদতে অসুস্থ্য হয়ে পড়লেও পাষন্ড মায়ের মন গলছে না। রমজান চললেও বিয়ে ছাড়াই যুবলীগ নেতার সংসার করছে। সন্তান অসুস্থ্য হওয়ার খবর পেয়েও সে ফিরে আসেনি। এমনকি ঘর ছাড়ার আগে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করে নেয়ায় আর্থিক সংকটে সন্তানদের চিকিৎসা করাতে পারছেন না।

স্থানীয়রা অভিযোগ করেণ, কেন্দ্রীয় এক আওয়ামীলীগ নেতার নাম ভাঙ্গিয়ে জাহাঙ্গীর সিকদার এলাকায় আধিপত্য বিস্তার করায় তাঁর বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এ কারণে অন্যের বউ নিজ ঘরে তুললেও এ ব্যাপারে কেউ প্রতিবাদ করছে না।

(এমকেআর/এস/জুন ১৭,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test