E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় গোয়াল ঘরে সেমাই কারখানা!

২০১৬ জুন ১৮ ১২:১৪:৩৮
নওগাঁয় গোয়াল ঘরে সেমাই কারখানা!

নওগাঁ প্রতিনিধিঃ পাশেই গোয়াল ঘর। সঙ্গে লাগানো ইট-খোয়া দিয়ে তৈরী ২/৩ হাত জায়গার ওপর চলছিল সেমাইয়ের ময়দা মাখানোর কাজ। গরুর মলমূত্র ভাজা সেমাই ও সেমাই তৈরীর উপাদানে ছিটকে পড়ছিল। তা দিয়ে তেল মেশানো ময়দা মাখানো হচ্ছে। সেই ময়দায় পড়ছে ভনভনে মাছি। যে তেল দিয়ে ময়দা মাখানো বা সেমাই ভাজার কাজ চলছিল, সেটিও ডালডা ও পামওয়েল মেশানো পোড়া তেল। ভাজা সেমাই থেকে চুঁইয়ে পড়া তেল পুনরায় ব্যবহার করা হচ্ছে।

সব কিছু মিলিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেখানে সেমাই তৈরীর কাজ চলছিল। যা জনস্বাস্থ্যের জন্য বেশ হুমকি স্বরূপ। এমন খবর পেয়ে শুক্রবার দুপুরে নওগাঁর সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বুলবুল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোঃ আশিক আহমেদ, ডা. মীর্জা মোঃ শাকিল আহম্মেদ ও সেনেটারী ইন্সপেক্টর আব্দুল মতিনকে সঙ্গে নিয়ে হাজির হন, শহরের বাটার মোড়ে অবস্থিত মেসার্স নান্নে মুন্নে ষ্টোরের স্বত্বাধিকারী আল মাসুদের নিজস্ব দূর্গাপুর চৌরাস্তার মোড়ের সেমাই কারখানায়। সিভিল সার্জন জানান, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরীর কারনে ওই কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়। তিনি আরো জানান, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমকে ফোনে অবগত করলে তিনি এই পবিত্র রমজানে এজাতীয় ভেজাল মিশ্রণে জড়িতদের ব্যাপারে সরকারের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন বলে সিভিল সার্জন জানান।


(বিএম/বি এইচ১৮জুন২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test