E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোণায় শেখ হাসিনার নামে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তে আনন্দ র‌্যালী

২০১৬ জুন ১৮ ১২:৩৯:৫৬
নেত্রকোণায় শেখ হাসিনার নামে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তে আনন্দ র‌্যালী

মুশফিক মাসুদ, নেত্রকোণা : নেত্রকোণায় শেখ হাসিনার নামে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একটি আনন্দ র‌্যালী বের করে  নেত্রকোণাবাসী। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের নেতৃত্বে শুক্রবার বিকেল ৪টার দিকে নেত্রকোণা শহরের সার্কিট হাউজ থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, নেত্রকোণাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে শেখ হাসিনার নামে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নেত্রকোণার সর্বস্তরের জনগণের অন্যান্য দাবীর মধ্যে ছিলো- আধুনিক ষ্টেডিয়াম নির্মাণ, ঢাকা নেত্রকোণা আন্তনগর ট্রেন চালু করা, নেত্রকোণা উন্নয়নে প্রত্যাশিত বাইপাস সড়ক নির্মাণ, মগড়া নদী ড্রেজিং, প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন । ইতোমধ্যে নেত্রকোণা জেলা শহরে আধুনিক ষ্টেডিয়াম নির্মাণ কাজ শুরু ও ঢাকা-নেত্রকোণা আন্তনগর ট্রেন চালু করেছেন সরকার।

নেত্রকোণার নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলে ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, আইনজিবী এবং ঢাকাস্থ নেত্রকোণা সমিতি, সর্বোপরি সর্বস্তরের জনগণের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, নেত্রকোণার ৫ জন সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসানের আন্তরিক প্রচেষ্টায় জেলায় এই পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন।

(এমএম/এএস/জুন ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test