E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানববন্ধন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।

নওগাঁয় হিন্দু নেতাদের সঙ্গে ডিসির মতবিনিময় সভা

২০১৬ জুন ১৯ ১৭:৪৫:২৭
নওগাঁয় হিন্দু নেতাদের সঙ্গে ডিসির মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি : সারাদেশে গুপ্তহত্যাসহ উদ্ভুত পরিস্থিতি নিয়ে রবিবার দুপুরে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন, জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম,পিপিএম, ৪৩ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান পিবিজিএম, জি+, ও র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর হাসান আরাফাত।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডিএম আ.ত.ম. আব্দুল্লাহেল বাকী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, যুগ্ম সম্পাদক পিযুষ কান্তি সরকার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান এক্য পরিষদের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট পিযুষ কুমার সরকার, বৈদ্যনাথ টপ্য, রিচার্ড বাড়ৈ বাপ্পী, গৌতম চন্দ্র দে, নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, প্রমুখ। বক্তাগন এসব সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অপরদিকে একই সময়ে জেলার মান্দা উপজেলাতেও অনুরূপ সভা অনুষ্ঠিত হয়।

এদিকে বিকেল সাড়ে ৩টায় এসব গুপ্তহত্যার প্রতিবাদ ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবীতে স্থানীয় ব্রিজের মোড়ে মানববন্ধন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এসময় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অল রশিদ, ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, সদর উপজেলা কমান্ডার গোলাম সামদানী, এবিএম রফিকুল ইসলাম প্রমুখ।




(বিএম/এস/জুন ১৯,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test