E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ

সাতক্ষীরায় পত্রদূত সম্পাদক আলাউদ্দিনের ২০ তম মৃত্যু বার্ষিকী পালিত

২০১৬ জুন ১৯ ২১:৪০:১৮
সাতক্ষীরায় পত্রদূত সম্পাদক আলাউদ্দিনের ২০ তম মৃত্যু বার্ষিকী পালিত

সাতক্ষীরা প্রতিনিধি:  নিজ পত্রিকায় কর্মরত অবস্থায় গুলিতে নিহত হবার পর  কুড়ি বছরেও হত্যার বিচার না হওয়ার ক্ষোভের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে  দৈনিক পত্রদূত সম্পাদক সম আলাউদ্দিনের ২০তম  মৃত্যু  বার্ষিকী। জেলার সাংবাদিকরা এই হত্যাকান্ডের বিচার কাজ ত্বরান্বিত করার জোর দাবি জানিয়ে বলেন সাতক্ষীরার মানুষ এখনও বীর মুক্তিযোদ্ধা সম আলাউদ্দিনের অভাব বোধ করেন।

রবিবার সকালে দিনটি পালন উপলক্ষে তালার মিঠাবাড়িতে সাবেক গণপরিষদ সদস্য সম আলাউদ্দিনের কবর জিয়ারত করেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা সেখানে নীরবতা পালন ও মোনাজাত করে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় সাংবাদিক বক্তারা তার জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন সাতক্ষীরার উন্নয়নের রুপকার। একাধারে তিনি ছিলেন ভোমরা স্থল বন্দর, সাতক্ষীরা চেম্বার অব কমার্স, দৈনিক পত্রদূত, আলাউদ্দিন ফুডস , বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুলের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা। গণপরিষদ সদস্য থাকাকালে তিনি অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে বীরত্বের পরিচয় দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তারা।

স্মরণসভায় তারা বলেন ‘ সম আলাউদ্দিন সব সময় সাধারণ মানুষের পক্ষ নিয়ে নিজ দলের বিরুদ্ধেও কাজ করেছেন। এ জন্য তিনি চিরদিন বেঁচে থাকবেন।

প্রেসক্লাব সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক আবু আহমেদ, সুভাষ চৌধুরী , কল্যাণ ব্যানার্জি, মিজানুর রহমান, আনিসুর রহিম, এম কামরুজ্জামান , মোস্তাাফিজুর রহমান উজ্জ্বল, শ্রমিক নেতা হারুন অর রশীদ, আবুল কাসেম ,মমতাজ আহমেদ বাপ্পী, ইয়ারব হোসেন , শেখ ফরিদ আহমেদ ময়না, শাহজাহান সিরাজ , আমিনুর রশীদ, শহিদুল ইসলাম প্রমুখ সাংবাদিক। তারা আলাউদ্দিন হত্যার বিচার দাবি করেন।
১৯৯৬ সালের ১৯ জুন রাতে নিজ পত্রিকা দৈনিক পত্রদূত অফিসে কর্মরত থাকা অবস্থায় ঘাতকদের গুলিতে নিহত হন সম আলাউদ্দিন।




(আরএনকে/এস/জুন ১৯,২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test