E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে টিফিন খেয়ে অসুস্থ অর্ধশতাধিক

২০১৪ জুন ০৮ ০৮:৫২:৪৬
গাজীপুরে টিফিন খেয়ে অসুস্থ অর্ধশতাধিক

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের জরুন এলাকার একটি পোশাক কারখানায় রাতের টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। টি-ডিজাইন নামে সোয়েটার কারখানায় শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও শ্রমিকরা জানায়, কারখানায় ৫’শর মতো শ্রমিক কাজ করছিলেন। রাত সাড়ে ৭টার দিকে কর্তৃপক্ষ টিফিন হিসেবে একটি পাউরুটি, একটি কলা ও একটি ডিম সরবরাহ করে। টিফিন খাওয়ার পর রাত ৮টার দিকে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে শ্রমিকদের স্থানীয় শরীফ মেডিকেল, হক মেডিকেল ও গাজীপুর সদর হাসপাতালে পাঠায়।

অসুস্থ শ্রমিকদের অভিযোগ, টিফিনে সরবরাহকৃত ডিম নষ্ট ও দুর্গন্ধযুক্ত ছিল। ওই ডিম খাওয়ার পর থেকেই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে।

গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, প্রচণ্ড গরম ও খাবারে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, টিফিন খাওয়ার আধা ঘণ্টা পর থেকে শ্রমিকরা বমি শুরু করে। এ রকম ৭০-৮০ জন শ্রমিককে গাজীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠান হয়েছে।

(ওএস/এইচআর/জুন ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test