E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে একটি সেতুর অভাবে ১০ গ্রামবাসীর র্দুভোগ

২০১৬ জুন ২০ ১৬:১১:৩৭
ঈশ্বরগঞ্জে একটি সেতুর অভাবে ১০ গ্রামবাসীর র্দুভোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি :ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া গ্রামে মৃতপ্রায় কাঁচামাটিয়া নদীর উপর একটি সেতুর কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে ১০ গ্রামের মানুষের। এলাকাবাসী দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো দিয়ে কাঁচামাটিয়া পার হওয়ায় এলাকাটি সাঁকোরঘাট নামে পরিচিতি পেয়েছে ।

সরেজমিন দেখা যায়, বর্তমানে কচুরিপানা জমাট বেঁধে এমনই অবস্থা যে দুর থেকে বোঝার কোনো উপায় নেই এটিই একসময়ের স্রোতস্বিনী কাঁচামাটিয়া । বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন মাছুয়াডাঙ্গা, যাদুয়ারচর, লাঠিয়ামারী, খুলিয়ারচর, মমরেজপুর, ঘাগড়া, হাটভুলসোমা, উজানচরনওপাড়া, দেবস্থান ও উচাখিলা এলাকার মানুষকে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে।

সেতুর অভাবে সাঁকো দিয়ে নদী পার হয়ে ওই এলাকার মমরেজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,উজানচরনওপাড়া প্রাথমিক বিদ্যালয়, চরনওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজীবপুর আপ্তাবউদ্দিন উচ্চ বিদ্যালয় , আব্দুল মতিন আইডিয়াল স্কুল, উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ভাটিরচরনওপাড়া দাখিল মাদ্রাসা,উচাখিলা কেরামতিয়া সিনিয়র মাদ্রাসা ও আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের শিক্ষার্থীদের আসা যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । নদী পারাপারে সাধারণ মানুষকে প্রায়ই ছোটখাট দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। সেতু না থাকায় উপজেলার চরাঞ্চলের উৎপাদিত সবজি পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে । যে কারণে কৃষকরা উৎপাদিত সবজির ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে ।

আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান বলেন, সেতুর অভাবে প্রতিদিন কলেজে আসা যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে । দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে এখানে সেতু নির্মাণ করা উচিত ।

নব নির্বাচিত রাজীবপুর ইউপি চেয়ারম্যান মোদাব্বিরুল ইসলাম জানান, সেতু না থাকায় ১০ গ্রামবাসী ও ৯ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে । আগামী মাসিক সমন্বয় সভায় বিষয়টি আমি উত্থাপন করব ।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার বলেন, উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে সরেজমিন পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাবনা পাঠানো হবে ।


(এনআইএম/এস/জুন২০,২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test