E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রানীনগরে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বাসস্থানের দলিল হস্তান্তর

২০১৬ জুন ২১ ২০:১৯:১০
রানীনগরে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বাসস্থানের দলিল হস্তান্তর

নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার দুপুর ১২ টায় নওগাঁর রানীনগর উপজেলা প্রকৌশলীর আয়োজনে ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার “বীর ভবন” (বাসস্থান) হস্তান্তর করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডভোকেট মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে বীর ভবন (বাসস্থান) হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোঃ ইসরাফিল আলম এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ খান, উপজেলা প্রকৌশলী মোঃ সাইদুর রহমান মিঞা, সহকারী কমান্ডার (সাংগঠনিক) মোঃ নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ভূমিহীন ও অসচ্ছল ৫ জন বীরমুক্তিযোদ্ধার মাঝে প্রতিটি ১০ লাখ টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট ৫টি নির্মিত (‘বীরভবন’) বাসস্থান) গুলোর দলিলপত্র হস্তান্তর করা হয়।

এসময় প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা আমাদের অহংকার। বর্তমান শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছেন। তাদের জীবনে বাসস্থান, অভাব-অনটন, চিকিৎসা সেবা, কোটা ভিত্তিক সরকারি চাকরিতে নিয়োগ ও তাদের সন্তানদের লেখাপড়ার জন্য মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এই সুযোগ-সুবিধা গুলো পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।


(বিএম/এস/জুন২১,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test