E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুরস্কার ঘোষিত জঙ্গী মুকুল রানার সাতক্ষীরায় দাফন সম্পন্ন

২০১৬ জুন ২১ ২১:২০:২২
পুরস্কার ঘোষিত জঙ্গী মুকুল রানার সাতক্ষীরায় দাফন সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধি : ঢাকার খিলগাঁও এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত অভিজিত হত্যা মামলার আসামী নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শরিফুল ইসলাম ওরফে মুকুল রানার লাশ সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের বালুইহাছা গ্রামের তার পারিবারিক কবরস্থানে মঙ্গলবার সকাল ১১ টায় দাফন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোরে তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে বাড়িতে আনা হয়। নামাজে জানাযা পড়ান নিহত মুকুল রানার ফুফাতো ভাই হাফেজ আজহারুল ইসলাম।

তার মরদেহ গ্রামের বাড়ি সাতক্ষীরার বালুই গাছা গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। হাজার হাজার নারী-পুরুষ তাকে একনজর দেখার জন্য সেখানে ভিড় জমায়।
নিহত মুকুলের বাবা আবুল কালাম আজাদ জানান, তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। দু’ বছর আগে স্থানীয় ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তিনি।

তিনি আরো জানান, তার ছেলে খুব মেধাবী ছিল। সে কোনো রাজনীতি করতো না। তবে ঢাকায় যেয়ে সে একটি কোম্পানীর সহকারি হিসাব রক্ষক পদে চাকরি করতো বলে ছেলে তাকে জানিয়েছিলো। তিনি বলেন তার ছেলেকে গত ফেব্রুয়ারি মাসে যশোরের বসুন্দিয়া বাজার থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়। এর পর থেকে সে ছিল নিখোঁজ। পুলিশ পরিচয়ে তার ছেলেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টিও থানা পুলিশকে জিডির মাধ্যমে জানানো হয়েছিলো। কিন্তু সে সময় তাকে উদ্ধারের কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এখন সেই পুলিশরাই তার ছেলেকে জঙ্গী বানিয়ে তার লাশ ফেরত দিলো। পুলিশের গুলিতে মৃত্যুর পর সংবাদপত্র ও টেলিভিশনে ছবি দেখে মুকুল রানাকে শনাক্ত করেন তিনিও তার পরিবারের সদস্যরা।

নিহত মুকুল রানার বোন শারমিন সুলতানা রিনা ভাইয়ের মৃত্যুতে নির্বাক হয়ে ভাইকে চেয়ে চেয়ে দেখছেন আর বলছেন, আমার ভাই একজন মেধাবী ছাত্র। সে এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে। কারো সাথে কোন দিন সে গোলমাল করেনি। সাতক্ষীরা সরকারি কলেজে সে ইংরেজিতে অনার্স পড়তো।


(আরএনকে/এস/জুন২১,২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test