E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর ধামইরহাটে হিল্লা বিয়ে থেকে রক্ষা পেল গৃহবধু মেরিনা খাতুন

২০১৬ জুন ২২ ২১:২৩:৩৩
নওগাঁর ধামইরহাটে হিল্লা বিয়ে থেকে রক্ষা পেল গৃহবধু মেরিনা খাতুন

নওগাঁ প্রতিনিধি :নওগাঁর ধামইরহাটে হিল্লা বিয়ে থেকে রক্ষা পেল মেরিনা খাতুন (৪০) নামে এক গৃহবধু।

জানা গেছে, উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত শল্পী গ্রামের জামাল উদ্দিনের পুত্র মোঃ ইউনুস আলীর সঙ্গে একই উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুরইল গ্রামে মৃত আফসারী আলীর কন্যা মোসাঃ মেরিনা খাতুনের (৪০) প্রায় ২৫ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর পরই তাদের সংসারে ১টি পুত্র ও ১টি কন্যা সন্তান জন্মলাভ করে। সংসার ভালই চলছিল। গত এপ্রিল মাসে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ কলহ দেখা দেয়। এর এক পর্যায়ে স্বামী ইউনুস রাগান্বিত হয়ে তার স্ত্রী মেরিনাকে মৌখিকভাবে তালাক প্রদান করে। তালাক প্রদানের পর মেরিনা তার বাবার বাড়ি ধুরইল গ্রামে চলে যায়। সেখানে কিছু দিন থাকার পর তার স্বামী ভুল বুঝতে পেয়ে শ্বশুড়বাড়ি থেকে মেরিনাকে নিজ বাড়িতে নিয়ে আসে। স্বামী-স্ত্রীর মাঝে ভুলবুঝাবুঝির অবসান হলেও বাঁধ সাধে স্থানীয় ফতোয়াবাজ সমাজপতিরা। তারা ইউনুস আলীর স্ত্রীকে হিল্লা বিয়ে দেয়ার পর তাকে ফের বিয়ে করতে পারবে বলে ফতোয়া জারি করে। অবস্থা বেগতিক দেখে তারা নারীর অধিকার আদায় ও নারী নির্যাতন প্রতিরোধে কাজ করে এমন একটি বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আলোকিত মানুষ’ প্রকল্পের মঙ্গলবাড়ী শাখা কার্যালয়ে গিয়ে ওই সংস্থার প্রজেক্ট অফিসার জুলেখা আক্তারের নিকট সবকিছু বর্ণনা করেন।

গত ১৪ জুন তারিখে আলোকিত মানুষ প্রকল্পের প্রজেক্ট অফিসার জুলেখা আক্তার, ওই সংস্থায় নিয়োজিত আইনজীবি মোঃ হাসানুজ্জামান ও প্রোগ্রাম ফ্যাসিলিটেটর শারমীন সুলতানা নীপা ঘটনাস্থল ইউনুস আলীর গ্রামে যান। তারা ওই গ্রামের স্থানীয় মাতব্বর, ধর্মীয় নেতা ও সুধীমহলকে নিয়ে বৈঠকে বসেন। মৌখিক তালাক যে আইন সম্মত নয় এবং এ তালাকের প্রেক্ষিতে কাউকে হিল্লা বিয়ে দেয়া যাবে না এ বিষয়ে গ্রামবাসীকে আইনগত দিক অবগত করেন তারা।

গ্রামবাসী তাদের ভুল বুঝতে পেয়ে ইউনুস আলী ও তার স্ত্রী মেরিনা খাতুন একই সঙ্গে বসবাস করতে পারবে বলে সম্মতি জ্ঞাপন করেন। ফলে গৃহবধু মেরিনা অনাকাঙ্খিত হিল্লা বিয়ের হাত থেকে থেকে রক্ষা পেল।



(বিএম/এস/জুন২২,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test