E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজই ঘুষ ছাড়ার সিদ্ধান্ত নিতে হবে :ফেনীতে ডিঅাইজি

২০১৬ জুন ২২ ২২:৪৯:৩৭
আজই ঘুষ ছাড়ার সিদ্ধান্ত নিতে হবে :ফেনীতে ডিঅাইজি

ফেনী প্রতিনিধি :পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম ফেনীতে কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ঘুষ ছাড়তে সিদ্ধান্ত নিতে হবে আজই। পুলিশের উপর দেশের মানুষের যে আস্থা তা রক্ষা করতে নীতি ও নৈতিকতার আলোকে কাজ করতে হবে। মানুষের অভিশাপের টাকা আপনার জীবনে কোনই উপকারে আসবেনা। মানুষের সম্মানের কথা চিন্তা করে কাজ করবেন। আপনার কোন কাজে এ ডিপার্টমেন্টের যেন মান ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল করতে হবে।

বুধবার (২২ জুন) বিকালে দিকে ফেনী জেলা পুলিশ বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পরষ্কার বিতরণী অনুষ্টানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আইন শৃংখলা নিয়ন্ত্রণের স্বার্থে ফেনী পুলিশের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে। পুলিশ যদি মনে করে তার নিরাপত্তার দরকার তাহলে তাকে নিরাপত্তা দেয়া হবে।

ফেনীর পুলিশ সুপার রেজাউল হক (পিপিএম) এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার শামছুল আলম সরকার। সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাহরিয়ার আলমসহ জেলা কর্মরত সকল পুলিশ সদস্য ।



(এসএমএ/এস/জুন২২,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test